নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

দেবী আবাহন স্তুতিপাঠ

১৭ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৪৬



দেবী আবাহন স্তুতিপাঠ
লক্ষ্মণ ভাণ্ডারী

ঔঁ করাল বদনা ঘোরাং মুক্তকেশী চতুর্ভূজাম্।
কালিকা দক্ষিণা দিব্যাং মুণ্ডমালা বিভূষিতামং।।

কার্ত্তিকের কৃষ্ণ পক্ষ অমাবস্যা
পূণ্য তিথির পূণ্য শুভক্ষণে-
অমানিশার ঘনান্ধকারে
কালরাত্রি দেবী কালিকার আবাহন।
দিকে দিকে নিনাদিত হয়
শংখ, কাঁসর ঘণ্টা,
বেজে ওঠে ঢাক ঢোল।
মা আসছেন। দিন আগত।
দেবী চামুণ্ডা নৃমুণ্ডমালিনী
দেবি কালী করালবদনী
কূল কুণ্ডলিনী কপালিনী
দেবীমায়ের পদধ্বনি!
আকাশে বাতাসে শিহরণ।
বিশ্ববাসী তাই গেয়ে ওঠে—
কোথা তুমি শঙ্খ চক্র গদা
খড়্গ মহাস্ত্রধারিণী
তারা তারকব্রহ্মময়ী মা।
ত্রিশূলধারিণী কালী কপালিনী
মা ছিন্নমস্তা,
তুমি ওঠো তুমি জাগো।
তুমি নেমে এসে এ ধরার বুকে পুনর্বার।
বাজাও তোমার প্রণববিষাণ মহা হুংকারে,
মিলে যাক, মিশে যাক
অনাচার অবিচার।
অধর্মের আছে যত ব্যভিচার।
সৃষ্টি হোক নতুন এক ধর্ম,
নতুন এক যুগ, নতুন এক শক্তি।
ঔঁ শান্তিঃ! শান্তিঃ ! শান্তিঃ!
ঔ আপদং শান্তি!
যত্র এবাগত পাপং তত্রৈব প্রতিগচ্ছতু।
ঔঁ শান্তিঃ! শান্তিঃ ! শান্তিঃ!

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৭ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৫৫

দীপঙ্কর বেরা বলেছেন: ঔঁ শান্তিঃ

ভাল লাগল কবিতা।

আমিও লিখি। কিন্তু এখানে প্রথম পাতায় ঠাঁই নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.