নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

গাঁয়ে আছে স্নেহের পরশ

১৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:০৩



গাঁয়ে আছে স্নেহের পরশ
- লক্ষ্মণ ভাণ্ডারী

গাঁয়ে আছে স্নেহের পরশ
আছে ছায়া সুশীতল,
গাঁয়ের পাশে অজয় নদীটি
বয়ে চলে কল কল।


বাজায় বাঁশি গাঁয়ের রাখাল,
প্রাণ করে আনচান,
নৌকা চালায় গায়ের মাঝি
গেয়ে ভাটিয়ালি গান।


গাঁয়ের বধূরা রাঙাপথে চলে
মাটির কলসী কাঁখে,
শালিক পাখি পথের বাঁকে
উড়িছে ঝাঁকে ঝাঁকে।


পথের ধারে ধানের খেতে
ফিঙে পাখি রোজ আসে,
বনটিয়া এসে সবুজ ডাঙায়
ঘুরে বেড়ায় সবুজ ঘাসে।


কাঁকনতলার মাঠের ধারে
মেঘেরা দিগন্তে মেশে,
পড়ন্ত বিকালে সূর্য লুকায়
নদীরা কিনারা ঘেঁষে।


আঁধার নামে গাঁয়ের পথে
জোনাকিরা সব জ্বলে,
পথের বাঁকে শেয়াল হাঁকে
রজনী গভীর হলে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৯ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:২১

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা।

২| ১৯ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:২৮

ময়না বঙ্গাল বলেছেন: বাজিল
কাহার বীণা
মধুর স্বরে
আমার নিভৃত
নব জীবন-'পর-একটি রবীন্দ্র পঙতি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.