নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

ঘরে ঘরে ভাইফোঁটা

২১ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:১২



ঘরে ঘরে ভাইফোঁটা
লক্ষ্মণ ভাণ্ডারী

ভ্রাতৃ-দ্বিতীয়ার দিন পূণ্য তিথি কয়,
ঘরে ঘরে ভাইফোঁটা ভারি ধূম হয়।
সুগন্ধিত ধূপ দীপ নানা উপহার,
ভগিনীরা ফোঁটা দেয় কপালে ভ্রাতার।

আজিকার দিনে যদি বোন ফোঁটা দেয়,
সাধ্য কার ভ্রাতা তার যম কেড়ে নেয়।
ধান্য দূর্বা ফুল দিয়ে, নেয় আশীর্বাদ,
কপালেতে দিলে ফোঁটা পুরে মনোসাধ।

সুমিষ্টান্ন ফলমূল বিবিধ প্রকার,
ভগিনী প্রদান করে হস্তেতে ভ্রাতার।
সবশেষে গুঁয়াপান দেয় বিধিমতে,
সারাদিন আলাপন ভ্রাতার সহিতে।

বর্ষে বর্ষে ভাইফোঁটা আসে একবার,
ভগিনীকে দেয় ভ্রাতা, নানা উপহার।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৪৬

বিষাদ সময় বলেছেন: চির অটুট থাকুক ভাইফোঁটার বন্ধন। রাখি বাঁধা আর ভাইফোটা দেয়া কি একই ধরণের বিষয়?

২| ২১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:২৯

নন্দী মিঠুন বলেছেন: চমৎকার............................

৩| ২১ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:০১

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভাই-বোনের চে' মধুর কোন সম্পর্ক নাই

৪| ২২ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:০৩

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে। +।

আপনি বিভিন্ন পোস্টে মন্তব্য করেন না কেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.