নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

যেন ফিরে আসি আবার

২৩ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৩৩



যেন ফিরে আসি আবার
লক্ষ্মণ ভাণ্ডারী

গাঁয়ের মাটি বিশুদ্ধ খাঁটি
এই মাটি হয় নরম সরস,
গাঁয়ের মাটি পবিত্র খাঁটি
এই মাটিতে স্নেহের পরশ।

দিঘির জলে কমল ফোটে
মাটিতে ফলে সোনার ধান,
গাঁয়ের মাঝি নৌকা চালায়
গায় ভাটিয়ালী সুরে গান।

রাঙা মাটির পথের বাঁকে
সবুজ সবুজ বিশাল গাছ,
দিঘির জলে জেলেরা সকলে
রোজ সকালে ধরে মাছ।

গাঁয়ের কুমার তাঁতি ও ছুতার
নাপিত, কামার করে বাস,
দিনে কাজ করে ঘুমায় রাতে
সুখে থাকে ওরা বারোমাস।

গাঁয়ের মাটি স্বর্গ আমার
মা যে আমার, মাটি আমার,
পর জনমে তাই যেন ফিরে
এই গাঁয়েতেই আসি আবার।




মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.