নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

অজয় নদীর পথের বাঁকে

২৪ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:০৩



অজয় নদীর পথের বাঁকে
লক্ষ্মণ ভাণ্ডারী

গাঁয়ের পাশে অজয় নদী
সেই নদীর পথের বাঁকে,
শালিক পাখি দলে দলে
উড়ে রোজ ঝাঁকে ঝাঁকে।

কভুবা আসে ময়না টিয়া
বসে নদীর বালির চরে,
দূরে রাখাল বাজায় বাঁশি
বাঁশির সুরে হৃদয় ভরে।

গাঁয়ের মাঝি নদীর জলে
নৌকা ভাসায় যাত্রী নিয়ে,
গাঁয়ের বধূ নাইতে আসে
রাঙা মাটির ঐ পথ দিয়ে।

শাল পিয়ালের বনে বনে
পাখিরা গায় গাছে গাছে,
সাঁওতালীরা মাদল বাজায়
তালে তালে হৃদয় নাচে।

গামছা পরে সিনান করে
ছেলেরা সব নদীর ঘাটে,
নদীর ধারে ধানের খেতে
চাষীরা সবাই ধান কাটে।

দিনশেষে লাল সূর্যি ডোবে
অজয় নদীর ঐ কিনারায়,
বনের ধারে আলোক লুকায়
সাঁঝের আধার নামে গাঁয়।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৪ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:১৩

ফাল্গুনীর কাব্য বলেছেন: বাহ ♥

২| ২৪ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:২৭

মাকার মাহিতা বলেছেন: চমৎকার কবিতা!

৩| ২৪ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:৩৪

মনিরা সুলতানা বলেছেন: খুব ভাল লিখেছেন অজয় নদী কে নিয়ে !

৪| ২৪ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:৩০

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ভালো লাগলো।





ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।

৫| ২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৪১

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.