নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

গাঁয়ের অজয় নদী

২৫ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:০৮



গাঁয়ের অজয় নদী
লক্ষ্মণ ভাণ্ডারী

গাঁয়ের অজয় নদী হয়ে ছন্দ হারা,
অবিরত বয়ে চলে অজয়ের ধারা।
দুইপারে ধানখেত চাষী কাটে ধান,
গাছেগাছে পাখি সব করে কলতান।

শঙ্খ-চিল উড়ে চলে আকাশের গায়।
খেয়াঘাটে এসে মাঝি রোজ খেয়া বায়।
সকালে, বিকালে কভু সাঁঝের বেলায়,
তরীখানি বেঁধে কূলে নিজ ঘরে যায়।

নদীকূলে বাম পাশে শ্মশানের ঘাট,
আছে পড়ে জীর্ণবস্ত্র আর পোড়াকাঠ।
শ্মশান-কালীর এক আছে দেবালয়,
প্রতি অমাবস্যারাতে সেথা হোম হয়।

আপন বেগেতে নদী হয়ে ছন্দহারা,
দিনরাত বয়ে চলে পাগলের পারা।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:০৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সুন্দর। ভালো লেগেছে।





ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।

২| ২৬ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:০৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুন্দর কবিতা উপহার দিয়েছেন দাদা, মুগ্ধতা জানবেন।


ছবিটিও সুন্দর

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.