নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

ছোট গাঁয়ে ছোট ঘর

০১ লা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪২




ছোট গাঁয়ে ছোট ঘর
লক্ষ্মণ ভাণ্ডারী

ছোট গাঁয়ে ছোট ঘর ছোট দিঘি আছে,
আমার বাড়ির কাছে পাখি ডাকে গাছে।
উঠোনের কচিঘাসে সোনা রোদ ঝরে,
শিশিরের বিন্দু কণা ঝিকিমিকি করে।

খেয়াঘাটে যাত্রী সব আসে দলে দলে,
তরণী ভাসায় মাঝি অজয়ের জলে।
খেয়া পারাপার করে সারাদিন ধরে,
সন্ধ্যাবেলা বাঁধি তরী ফিরে আসে ঘরে।

মাঠে মাঠে ধান কাটে গাঁয়ের চাষারা,
সন্ধ্যাবেলা ঘরে ফেরে কাজ হলে সারা।
সাঁঝের আঁধার নামে দীপ জ্বলে ঘরে,
সন্ধ্যায় আরতি হয় দেবীর মন্দিরে।

ছোটগাঁয়ে ছোটঘর থাকে সবে সুখে,
চাঁদের আলোক ঝরে ধরণীর বুকে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.