নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

আছে আমাদের গাঁয়ে

০১ লা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৪



আছে আমাদের গাঁয়ে
লক্ষ্মণ ভাণ্ডারী

আছে আমাদের গাঁয়ে ছোট ছোট ঘর,
দূরে ওই দেখা যায় অজয়ের চর।
কূলে বাঁধা তরীখানি মাঝি নাই ঘাটে,
পশ্চিমের পানে হেরি সূর্য বসে পাটে।

রাঙামেঘে মেলে পাখা বক আসে উড়ে,
সোনালী আলোক হাসে পাহাড়ের চূড়ে।
রাঙা পথে পার হয় নিয়ে গরুপাল,
আপন গাঁয়েতে চলে গাঁয়ের রাখাল।

ঘরে ঘরে জ্বলে দীপ সাঁঝের বেলায়,
একে একে তারা ফোটে আকাশের গায়।
বাঁশ বাগানের পাশে চাঁদ ওঠে দূরে
জোছনায় চারিদিক আলোময় করে।

আপন বেগেতে নদী বহে কলকল,
জোছনায় নদীজল করে ঝলমল।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০১ লা নভেম্বর, ২০১৭ রাত ৮:৫৪

নূর-ই-হাফসা বলেছেন: বাহ বেশ হয়েছে ।

০৩ রা নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৪

লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম।
মন্তব্যকারীকে প্রীতি ও শুভেচ্ছা জানাই।
আন্তরিক অভিনন্দন।

২| ০১ লা নভেম্বর, ২০১৭ রাত ৯:২৭

মলাসইলমুইনা বলেছেন: জসীমউদ্দীনের কবিতার একটা গ্রামীণ আমেজ যেন পেলাম আপনার কবিতায় | খুবই ভালো লাগলো |

৩| ০৩ রা নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৪

লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম।
মন্তব্যকারীকে প্রীতি ও শুভেচ্ছা জানাই।
আন্তরিক অভিনন্দন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.