নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

সোনার ফসলে ভরা

০৩ রা নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৩১



সোনার ফসলে ভরা
লক্ষ্মণ ভাণ্ডারী

সোনার ফসলে ভরা মাঠে মাঠে ধান,
গাছে গাছে পাখি সব করে কলতান।
প্রভাতে অরুণ রবি, কিরণ ছড়ায়,
মেঘে মেঘে রঙ লাগে আকাশের গায়।

রাঙা মাটির পথে গোরুর গাড়ি চলে,
মাঠে মাঠে ধান কাটে চাষীরা সকলে।
দিঘিতে সাঁতার কাটে পাড়ার ছেলেরা,
জাল ফেলে মাছ ধরে গাঁয়ের জেলেরা।

কাঁখেতে কলসী লয়ে বধূরা সকলে,
নদীঘাটে জল নিতে আসে দলে দলে।
অজয়ের জলে মাঝি নাওখানি বায়,
নাও বাঁধি আসে ঘরে সাঁঝের বেলায়।

পশ্চিম দিগন্তে দেখি সূর্যি বসে পাটে,
দিনশেষে সূর্যি ডোবে অজয়ের ঘাটে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.