নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

অজয়ের খেয়াঘাটে

০৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৩৫



অজয়ের খেয়াঘাটে
লক্ষ্মণ ভাণ্ডারী

অজয়ের খেয়াঘাটে নৌকা এসে ভিড়ে,
যাত্রীদের কোলাহল অজয়ের তীরে।
নাবিক লাগায় নৌকা ঘেঁষে কিনারায়,
নৌকা চড়ি যাত্রীদল পার হয়ে যায়।

শঙ্খচিল ভেসে চলে মেলে দুই পাখা,
চরে বসে মাছ ধরে ধবল বলাকা।
এপারেতে ছোট গাঁয়ে ছোট ছোট ঘর,
ওই পারে গ্রামশোভা অতি মনোহর।

নদীপারে ধানখেতে চাষী ধান কাটে,
গাঁয়ের বধূরা সব আসে নদীঘাটে।
কলসীতে জল ভরে চলে নিজ ঘরে,
সাঁঝের আঁধার নামে অজয়ের চরে।

একা নদী বয়ে চলে আপনার বেগে,
রাত কেটে ভোর হয় পাখি ওঠে জেগে।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:১৯

প্রথমকথা বলেছেন: একা নদী বয়ে চলে আপনার বেগে,
রাত কেটে ভোর হয় পাখি ওঠে জেগে।

খুব সুন্দর সমাপ্তি। ভীষণ সুন্দর।

০৬ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:০৬

লক্ষণ ভান্ডারী বলেছেন: মন্তব্যে পাঠে মুগ্ধ অভিভূত হলাম।
আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
শুভকামনা রইল।নিরন্তর।

২| ০৬ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:১৭

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

০৮ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৬

লক্ষণ ভান্ডারী বলেছেন: মন্তব্যে পাঠে মুগ্ধ অভিভূত হলাম।
আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
শুভকামনা রইল।নিরন্তর।

৩| ০৬ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:২৮

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা।

০৮ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৬

লক্ষণ ভান্ডারী বলেছেন: মন্তব্যে পাঠে মুগ্ধ অভিভূত হলাম।
আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
শুভকামনা রইল।নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.