নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

গাঁয়ে আছে তালদিঘি

০৮ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:২৮



গাঁয়ে আছে তালদিঘি
লক্ষ্মণ ভাণ্ডারী

গাঁয়ে আছে তালদিঘি তালগাছ পাড়ে,
কুকুরেরা দলেদলে এসে ডাক ছাড়ে।
তাল পুকুরের ঘাটে সোনা রোদ হাসে,
দুই ধারে ধান খেত রাঙা পথ পাশে।

গাঁয়ের বধূরা সব জল নিয়ে যায়,
পথের পথিক বসে তরুর ছায়ায়।
রাঙপথ এসে মিশে অজয়ের ঘাটে,
গাঁয়ের চাষীরা সব মাঠে ধান কাটে।

তাল পুকুরের ঘাটে পড়ে আসে বেলা,
বাবুপাড়া মাঠে চলে ফুটবল খেলা।
পশ্চিম দিগন্তে রবি যায় অস্তাচলে,
আঁধার ঘনায় তাল পুকুরের জলে।

তারা ফুটে চাঁদ উঠে জোছনার রাশি,
তাল পুকুরের ঘাটে খেলে হাসি হাসি।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৩৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার হয়েছে।





ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।

০৯ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৩

লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর মন্তব্য পাঠে বিমুগ্ধ ও অনুপ্রাণিত হলাম।
প্রীতি ও শুভেচ্ছা জানাই।
আমার আজকের পাতায় আমন্ত্রণ রইল।

২| ০৮ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:০৭

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: হে ভাণ্ডারী,ভাণ্ডারে তব বিবিধ রতন...

০৯ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৫২

লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর মন্তব্য পাঠে
বিমুগ্ধ ও অনুপ্রাণিত হলাম।
আমার আজকের পাতায় আমন্ত্রণ।

৩| ০৮ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৫

রাজীব নুর বলেছেন: দশে দশ দিলাম।

০৯ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৫১

লক্ষণ ভান্ডারী বলেছেন: দশ- এ দশ।
ফুল মার্ক্স। মন্তব্যে মুগ্ধ ও অভিভূত।
হে পরীক্ষক প্রাণপুরুষ! আপনাকে জানাই
অন্তরের অন্তঃকরণ থেকে
সশ্রদ্ধ অভিনন্দন। সুন্দর মন্তব্য পাঠে
বিমুগ্ধ ও অনুপ্রাণিত হলাম।
আমার আজকের পাতায় আমন্ত্রণ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.