নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

গাঁয়ের অজয় নদী

১০ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৩





গাঁয়ের অজয় নদী
লক্ষ্মণ ভাণ্ডারী

গাঁয়ের অজয় নদী চলে আঁকে বাঁকে,
হিমেল হাওয়া বয় গাছে পাখি ডাকে।
দুই ধারে উঁচু নীচু অজয়ের পাড়।
মাঝিভাই খেয়া বায় টেনে চলে দাঁড়,

খেয়া পারাপার করে সারাদিন ধরে,
মাছরাঙা মাছ খায় বসে বালুচরে।
নদী ধারে ধান মাঠে আসে বনটিয়া,
শিস দেয় বারে বারে হরষিত হিয়া।

মাঠেমাঠে পাকে ধান চাষী যায় মাঠে,
গান গেয়ে সারাদিন মাঠে ধান কাটে।
এপারেতে তালবন খেজুরের সারি,
ওপারে সবুজ গাছ ছোট ছোট বাড়ি।

গাঁয়ের বধূরা সব নদী ঘাট হতে,
কলসীতে জল নিয়ে চলে রাঙাপথে।
অজয়ের নদীঘাটে পড়ে আসে বেলা,
নামে সন্ধ্যা শেষ হয় দিবসের খেলা।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১০ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৪

এম ডি মুসা বলেছেন: ভাল লেগেছে +

১০ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯

লক্ষণ ভান্ডারী বলেছেন: মন্তব্যে মুগ্ধতা রেখে গেলাম।
প্রীতি ও শুভেচ্ছা জানাই।
শুভকামনা সর্বদা।
জয়গুরু!জয়গুরু!জয়গুরু!

২| ১০ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:০৩

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা

১১ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৭

লক্ষণ ভান্ডারী বলেছেন: মন্তব্যে মুগ্ধতা রেখে গেলাম।
প্রীতি ও শুভেচ্ছা জানাই।
শুভকামনা সর্বদা।
জয়গুরু!জয়গুরু!জয়গুরু!

৩| ১১ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:২৪

রাজীব নুর বলেছেন: সুন্দর হয়েছে।

১১ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৭

লক্ষণ ভান্ডারী বলেছেন: মন্তব্যে মুগ্ধতা রেখে গেলাম।
প্রীতি ও শুভেচ্ছা জানাই।
শুভকামনা সর্বদা।
জয়গুরু!জয়গুরু!জয়গুরু!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.