নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

গাঁয়ের মাটিতে আছে

১৩ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২২



গাঁয়ের মাটিতে আছে
লক্ষ্মণ ভাণ্ডারী

গাঁয়ের মাটিতে আছে স্নেহ প্রেম ভালবাসা,
মাঠ ভরা সোনা ধান, মাঠে ধান কাটে চাষা।
গাঁয়ে আছে ছোট দিঘি তার পাড়ে তালগাছ।
সকালে জেলেরা সব জাল ফেলে ধরে মাছ।

গাঁয়ে আছে ছোট ঘর খেজুরের গাছ আছে,
আম কাঁঠালের বনে পাখি গায় গাছে গাছে।
পদ্ম পুকুরের জলে রাজ হাঁস খেলা করে,
সবুজ ডাঙার ধারে গোরু ও বাছুর চরে।

গাঁয়ের রাখাল ছেলে বাঁশিখানি লয়ে হাতে,
বাজায় বাঁশের বাঁশি, পুলকে হৃদয় মাতে।
রাঙাপথে ওড়ে ধুলো চলিছে গোরুর গাড়ি,
পাখি সব পাখা মেলে শূন্যপথে দেয় পাড়ি।

অজয়ের খেয়াঘাটে এ গাঁয়ের মাঝি ভাই,
গান গেয়ে দাঁড় টানে সারাদিন খেয়া বায়।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:১৬

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.