নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

জীবনে চলার পথে

১৪ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৪



জীবনে চলার পথে
লক্ষ্মণ ভাণ্ডারী

জীবনে চলার পথ নহে তো সহজ,
উঁচু নীচু বন্ধুর জেনো তা নিশ্চয়।
জীবনের পথে চলো খাটিয়ে মগজ,
কণ্টকাকীর্ণ পথে আছে বাধা ভয়।

কে তুমি? তুমি কার কেবা আপনার,
দু’দিনের তরে এই ধরায় আগমন।
মায়াময় সংসারে সকলি যে অসার,
সংসার মায়াময় আছে মায়ার বন্ধন।

ধর্ম অর্থ কাম ও মোক্ষ জীবনের সার,
শ্রী কৃষ্ণনাম ভজ জীব পাবে পরিত্রাণ।
বৃথা কেন করহ জীব আমার আমার,
ভজ নাম জপ নাম লহ নাম অবিরাম।

জীবনে চলার পথ সহজ সে তো নয়,
ধর্ম পথে চল জীব কৃপা পাবে সুনিশ্চয়।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৪ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৯

চাঁদগাজী বলেছেন:


একি লিখলেন, গ্রাম ও অজয় নদীর কি হবে?

২| ১৫ ই নভেম্বর, ২০১৭ রাত ২:৩০

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: দাদা, মাথা ঠিক আছে তো? হঠাত্ করে গ্রাম ছেড়ে কি কৃষিকাজে লাগলেন? ‘জীবনের সার’-টার কি সব বলছেন দেখছি!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.