নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

সবুজ গাছের ছায়ায় ঘেরা

১৫ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৪




সবুজ গাছের ছায়ায় ঘেরা
লক্ষ্মণ ভাণ্ডারী

সবুজ গাছের ছায়ায় ঘেরা
ছোট এক মাটির ঘরে,
পাঁচিল ঘেরা উঠোনে তার
ছোট শিশু খেলা করে।

উঠোনের কাছে ডালিমের গাছে
ধরেছে ডালিমে রং,
ঘর হতে শুনি ইস্টিশনের ঘণ্টা
বেজে ওঠে ঢং ঢং।

গলিপথ দিয়ে বাঁকাপথ গিয়ে
মিশেছে দিঘির ঘাটে,
পাড়ে তালগাছ শানবাঁধা ঘাট
ছেলেরা সাঁতার কাটে।

গাঁয়ের বধূরা সকালে বিকালে
জল নিয়ে ঘরে যায়,
একতারা হাতে গাঁয়ের বাউল
মিঠে সুরে গান গায়।

অজয়ের ঘাটে পড়ে আসে বেলা
সূর্য যায় অস্তাচলে,
নির্জন গাঁয়ে আঁধার নামে
পাখিদের কোলাহলে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৬

প্রামানিক বলেছেন: উঠোনের কাছে ডালিমের গাছে
ধরেছে ডালিমে রং,
ঘর হতে শুনি ইস্টিশনের ঘণ্টা
বেজে ওঠে ঢং ঢং।


ডালিমের রং আর ইস্টিশনের ঢং ঢং। চমৎকার ছন্দ মিল।

২| ১৫ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৩৮

নূর-ই-হাফসা বলেছেন: চমৎকার কবিতা ।আপনার কবিতায় একটা গ্রামের পরশ পাওয়া যায় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.