নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

আমার বাড়ি পাথরচুড়ে

১৭ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৯



আমার বাড়ি পাথরচুড়ে
লক্ষ্মণ ভাণ্ডারী


বাড়ি আমার পাথরচুড়ে
অজয় নদীর পারে,
তাল সুপারি গাছের সারি
রাঙাপথের ধারে।

মাটির ঘরে পাঁচিল ঘেরা
বাড়ির আঙিনায়,
ময়না চড়ুই পাখিরা এসে
খুঁটেখুঁটে ধান খায়।

বাড়ির পাশে বেড়ার ধারে
বাঁশ গাছের বন,
সকাল হলেই মোরগ ডাকে
ভরে আমার মন।

রাঙাপথের দুই ধারেতে
সোনা ধানের মাঠ,
ওই যে দূরে যায় দেখা ঐ
অজয় নদীর ঘাট।

অজয় নদীর ঘাটে মাঝি
খেয়া পার করে,
ঝাঁকে ঝাঁকে শালিক এসে
চরে খেলা করে।

গাঁয়ের মাটি স্বর্গ আমার
কোথায় গেলে পাই?
এ গাঁয়েতে জন্ম আমার
এ গাঁয়ে মরতে চাই।




মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৭ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩২

রাইসা হাছনাত নীলুফার বলেছেন: দারুণ লিখেছেন।



ভালোলাগা রইল কবি।

২| ১৭ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:১২

কামরুন নাহার বীথি বলেছেন:
ভালো লাগা রেখে গেলাম, শুভকামনা............!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.