নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

অজয় নদীর চরে

১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৫২



অজয় নদীর চরে
- লক্ষ্মণ ভাণ্ডারী

গাঁয়ের মাঝি নৌকাটি বাঁধে
অজয় নদীর ঘাটে,
সোনার আলো ছড়িয়ে কিরণ
সূর্যি বসেছে পাটে।


ক্লান্ত পাখিরা বাসায় ফেরে
সাঁঝের সানাই বাজে,
দিবা অবসানে আঁধার নামে
নদীর ঘাটের কাছে।


ঘাট নির্জন কেহ কোথা নাই
জোনাকিরা শুধু জ্বলে,
আপন বেগে অজয় নদী শুধু
অবিরাম বয়ে চলে।


নদীর দুপারে জ্বলে ওঠে দীপ
আঁধারেতে থাকে ঘাট,
পথের বাঁকে শেয়ালেরা ডাকে
দূরে সোনা ডাঙা মাঠ।


রাতের আকাশে চাঁদতারা হাসে
জোছনার রাশি ঝরে,
মৌন রজনী ঘুমায় একাকী
অজয় নদীর চরে।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৪০

চাঁদগাজী বলেছেন:


অজয় নদী শুকনো কেন, উহা কি বাংলাদেশে?

২| ১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:০২

মাইনুল ইসলাম আলিফ বলেছেন: অজয় নদীর নাম আজই প্রথম শুনলাম।
কবিতা ভাল লেগেছে।
শুভ কামনা।

৩| ১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১:২১

রাতুল_শাহ বলেছেন: ছন্দের সুন্দর ব্যবহার, বর্ণনাও দারুণ।

৪| ১৯ শে নভেম্বর, ২০১৭ ভোর ৬:৫৯

মলাসইলমুইনা বলেছেন: ভালো লাগলো আপনার অজয় নদীর কবিতা |

৫| ১৯ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:৩৪

রাজীব নুর বলেছেন: অজয় নদী মনে হয় কোলকাতাতে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.