নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

গাঁয়ের মাটিতে মাটির ঘরে

২০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:২৫



গাঁয়ের মাটিতে মাটির ঘরে
লক্ষ্মণ ভাণ্ডারী

গাঁয়ের মাটিতে মাটির ঘরে
মাটির পরশ পাই।
গাঁয়ের মাটি বিশুদ্ধ খাঁটি
তুলনা যে তার নাই।

মাটি মেখে মাটি দিয়ে সবে
মাটির পাঁচিল তুলে,
মাটি দিয়ে নিকানো উঠোন
আছে ভরা ফুলে ফুলে।

মাটির উঠোনে মাধবী মালতী
মাটির পরশ পেয়ে,
পূবের সূর্য ছুঁতে চায় ওরা
বাঁশের বেড়া বেয়ে।

এই মাটিতে লাঙল চালায়
গাঁয়ের চাষী সকল,
মাটির ঘরে রাখে যতনেতে
সোনা ধানের ফসল।

এই মাটি দিয়ে গাঁয়ের কুমোর
বানায় কলসী হাঁড়ি,
গাঁয়ের মাটির রাঙাপথ দিয়ে
রোজ চলে গোরুগাড়ি।

গাঁয়ের মাটি স্বর্গ যে আমার
এই মাটি আমার মা,
গাঁয়ের মাটিতে স্নেহের পরশ
আমার জীবন সাধনা।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২০ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৮

কবি আব্দুল্লাহ আল মাহমুদ বলেছেন: সুন্দর !

২১ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:৫৬

লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম।
আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
শুভকামনা রইল। জয়গুরু!জয়গুরু!জয়গুরু!

২| ২০ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫০

নূর-ই-হাফসা বলেছেন: আপনি দারুন গ্রামের কবিতা লিখেন ।

২১ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:৫৬

লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম।
আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
শুভকামনা রইল। জয়গুরু!জয়গুরু!জয়গুরু!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.