নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

প্রভাত রবি ছড়ায় কিরণ

২১ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:৫২




প্রভাত রবি ছড়ায় কিরণ
লক্ষ্মণ ভাণ্ডারী

প্রভাত রবি ছড়ায় কিরণ
পূব আকাশের গায়,
বিহগ সকল করে কোলাহল
বসি তরুর শাখায়।

ফুলের বনে ফুলের কলিরা
একে একে সব ফুটে,
ফুলের গন্ধে বাতাস ভরে
মধুকর আসে ছুটে।

রাঙাপথের দুধারে দেখি
মাঠে মাঠে সোনা ধান,
সকাল হলে চাষীরা সকলে
ধান কাটে গেয়ে গান।

গাঁয়ের বধূ কলসী কাঁখে
জল নিয়ে ঘরে যায়,
শঙ্খচিলেরা পাখা মেলে উড়ে
দূর আকাশের গায়।

অজয়ের ঘাটে নৌকাটি বাঁধা
নদীর শীতল জল,
নদীর বাঁকে আসে ঝাঁকেঝাঁকে
শালিক পাখির দল।

ধবল বলাকা নদীকূলে বসে
ছোট ছোট মাছ ধরে,
দিনের শেষে সূর্য্যি লুকায়
অজয় নদীর চরে।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২১ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৫২

একটি বালুকণা বলেছেন: যতটুক লিখেছেন ভালো লেগেছে।যদিও আর‌ও বেশি ‌আশা করেছিলাম।

২১ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০০

লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম।
আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
শুভকামনা রইল। জয়গুরু!জয়গুরু!জয়গুরু!

২| ২১ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৬

রাজীব নুর বলেছেন: ভান্ডারী সাহেব আমি কিন্তু আপনার ভক্ত হয়ে যাচ্ছি।

২১ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০১

লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম।
আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
শুভকামনা রইল। জয়গুরু!জয়গুরু!জয়গুরু!

৩| ২১ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৯

সাজ্জাতুল ইমরান ফয়সাল বলেছেন: ভালো লেগেছে

২১ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০১

লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম।
আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
শুভকামনা রইল। জয়গুরু!জয়গুরু!জয়গুরু!

৪| ২২ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:২২

নূর-ই-হাফসা বলেছেন: দারুন লাগল ।

২২ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫০

লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম।
আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
শুভকামনা রইল। জয়গুরু!জয়গুরু!জয়গুরু!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.