নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

আকাশে পূবের কোণে

২৫ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৩২



আকাশে পূবের কোণে
লক্ষ্মণ ভাণ্ডারী

আকাশে পূবের কোণে লালসূর্য ওঠে,
কুসুম কাননে দেখি ফুলকলি ফোটে।
সকালে সোনার রোদ ঝরে আঙিনায়,
পাখি সব গায় গীত তরুর শাখায়।

গাঁয়ের রাখাল চলে গরু নিয়ে মাঠে,
চাষীরা সবাই রোজ মাঠে ধান কাটে।
রাঙা পথে ধূলো ওড়ে চলে গরু গাড়ি,
মাঠ থেকে ধান নিয়ে কেহ আসে বাড়ি।

অজয় নদীর ঘাটে পড়ে আসে বেলা,
সন্ধ্যা নামে সাঙ্গ হয় দিবসের খেলা।
নৌকাখানি বেঁধে কূলে মাঝি যায় ঘরে,
আলোক লুকায় সূর্য অজয়ের চরে।

দিন যায় সন্ধ্যা আসে নামে অন্ধকার,
রাত কাটে ভোর হয় গাঁয়েতে আমার।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.