নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

গোয়ালা কানাই

২৫ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৮




গোয়ালা কানাই
লক্ষ্মণ ভাণ্ডারী

মোদের গাঁয়েতে থাকে গোয়ালা কানাই,
গোয়ালেতে থাকে বাঁধা তার রাঙী গাই।
বাজারেতে দুধ বেচে ওরা দুই ভায়ে,
ঘর মোছে রান্না করে মিলে দুই জায়ে।

আঙিনায় গাভী দোয় গোয়ালা কানাই,
বাছুরীটি আছে ধরে তার ছোট ভাই।
বড়ো বউ মুড়ি ভাজে ছোট বউ রাঁধে,
খোলা বারান্দায় বসে ছেলে দুটি কাঁদে।

আঙিনায় আসে রোজ কালো এক কাক,
ভোর হলে প্রাণ খুলে করে হাঁক ডাক।
বাড়ির পাঁচিল ঘেঁষে বাঁশের বাগান,
তার পাশে চালা ঘরে মুড়ির দোকান।

মোদের গাঁয়েতে থাকে গোয়ালা কানাই,
বউ নিয়ে আছে সুখে ওরা দুটি ভাই।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৬ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৩১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ছন্দ সুন্দর, কবিতাও ভাল।
বাট পাঠক নাই।

আপনি অন্যের লিখা পড়ুন, অন্যরাও পড়বে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.