নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

গাঁয়ের তালদিঘি

২৮ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:২৭




গাঁয়ের তালদিঘি
লক্ষ্মণ ভাণ্ডারী

আমাদের গাঁয়ে আছে ছোট তালদিঘি,
রবির কিরণে জল করে ঝিকিমিকি।
পাড়ে আছে তাল আর খেজুরের গাছ,
সাদা বক পাড়ে বসে ধরে ছোট মাছ।

নাম তার তাল দিঘি সুশীতল জল,
ছেলেরা সাঁতার কাটে করে কোলাহল।
কেহবা গামছা পরে আধ গলা জলে,
তেল মেখে চান করে ঘরপানে চলে।

তাল পুকুরের ঘাটে পড়ে আসে বেলা,
পায়রার ঝাঁক এসে পাড়ে করে খেলা।
লুকায় সোনার রবি সোনা ধান খেতে,
সাঁঝের আঁধার নামে আমার গাঁয়েতে।

তাল পুকুরের ঘাটে কালো অন্ধকার,
জোনাকিরা ওঠে জ্বলে সেথা চারিধার।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৮ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৯

বিজন রয় বলেছেন: কেমন অাছেন দেশত্ববোধক কবি?

২৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:১৫

লক্ষণ ভান্ডারী বলেছেন: ভাল আছি। শুভকামনা রইল।
আজকের পাতায় আসবেন।
আমন্ত্রণ জানাই।

২| ২৮ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৫০

নূর-ই-হাফসা বলেছেন: আপনার কবিতার ভাষা গুলো সহজ সরল বুঝতে খুব সুবিধা । ভালো লাগলো ।

২৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:১৬

লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম।
আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা রইল।

৩| ২৮ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:০৫

শাহিন-৯৯ বলেছেন: গ্রামের ছবিটি অনেক সুন্দর। সাথে গ্রামের বর্ননা কবিতায়, অসাধারণ।

২৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:১৭

লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর মন্তব্যে বিমুগ্ধ হলাম।
প্রীতি ও শুভেচ্ছা জানাই।
শুভকামনা রইল।

৪| ২৮ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:৫৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অন্ত্যমিল চমৎকার!!!

৫| ২৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:১৮

লক্ষণ ভান্ডারী বলেছেন: মন্তব্য পাঠে মুগ্ধ হলাম।
আমার আজকের পাতায় আমন্ত্রণ রইল।
শুভকামনা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.