নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

নদীর কাছে বটের গাছে

২৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:০৬



নদীর কাছে বটের গাছে
লক্ষ্মণ ভাণ্ডারী

নদীর কাছে বটের গাছে
শালিক পাখির বাসা,
দুইধারেতে ধানের খেতে
ধান কাটে গাঁয়ের চাষা।

ফুলের বনে ফুল ফুটেছে
ধেয়ে আসে অলিদল,
তালদিঘিতে মরাল ভাসে
সু-শীতল তার জল।

সোনার আলোয় ভরায় ভুবন
সকালে সোনার রবি,
নদীর ঘাটে নৌকাটি বাঁধা
দেখি যে নতুন ছবি।

যাত্রী সকলে পার হয় নদী
আসে যারা দূর হতে,
গোরুর গাড়ি উড়ায় ধূলো
গাঁয়ে লাল রাঙাপথে।

বাঁশের বনে ডাকে ঘনেঘনে
মুরগীরা সেথা আসে।
সবুজ ডাঙায় গোরু মোষ চরে
লাফায় ফড়িং ঘাসে।

গাঁয়ের পথে খেজুরের গাছ
সারি সারি তালবন,
সবুজ গাছে পাখিরা নাচে
ভরে ওঠে মোর মন।

আমার গাঁয়ে সবুজ ছায়ায়
ছোট ছোট ঘর আছে।
ময়না চড়ুই পাখিরা নাচে
আমার বাড়ির কাছে।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:১৭

শাহিন-৯৯ বলেছেন: নদীর ধারে বট গাছে এরকম হলে মনে হয় ভাল হত।
কিছু মনে নিবেন না কবি ভাই।

২৯ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৩

লক্ষণ ভান্ডারী বলেছেন: সু-পরামর্শের জন্য ধন্যবাদ।
তবে ওরকম লিখলে ছন্দে মিল হবে না।
কাছে গাছে অন্ত্যমিল আছে।
আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
শুভকামনা রইল।

২| ২৯ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:১২

অলিউর রহমান খান বলেছেন: খুব ভালো লেগেছে

২৯ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৭

লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম।
শুভেচ্ছা রইল।

৩| ২৯ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
দাদা আপনার কবিতা সবসময় আমার কা্ছে অতুলনীয়,
অপসরার ~!একটি সার্বজনীন ব্লগীয় জরীপ~এ আমি
আপনার নাম প্রস্তাব করেছি। ভালো থাকবেন

৪| ২৯ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২২

লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ।
সার্বজনীন ব্লগীয় জরিপ-এ নাম প্রস্তাব করার জন্য
আন্তরিক কৃতজ্ঞতা বিনয়ের সঙ্গে জ্ঞাপন করছি।
ভালো থাকুন। শুভকামনা রইল নিরন্তর।

৫| ২৯ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৩

বুরহানউদ্দীন শামস বলেছেন: অনেক সুন্দর হয়েছে । শুভ কামনা ।

০৬ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৯

লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম।
আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

৬| ২৯ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৬

নূর-ই-হাফসা বলেছেন: সুন্দর ছন্দ । ভালো লাগল

০৬ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:০০

লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম।
আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.