নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

গাছের ছায়ায় মাটির ঘরে

০২ রা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৫০



গাছের ছায়ায় মাটির ঘরে
লক্ষ্মণ ভাণ্ডারী

গাছের ছায়ায় মাটির ঘরে
করে সবে সুখে বাস,
রাঙা পথের দুই ধারেতে
কচি কচি দূর্বা ঘাস।

আম কাঁঠালের ছায়ায় ঘেরা
আমাদের ছোট গাঁয়ে,
তাল সুপারি খেজুরের সারি
সোনাই দিঘির বাঁয়ে।

সোনাই দিঘির শীতল জলে
মরাল সাঁতার কাটে,
সকাল হলে গাঁয়ের চাষীরা
ধান কাটে মাঠে মাঠে।

গাঁয়ের তাঁতিরা সারাদিন ধরে
বোনে ধুতি আর শাড়ি,
গাঁয়ের কুমোর মাটি দিয়ে গড়ে
মাটির কলসি হাঁড়ি।

গাঁয়ের কামার কামারশালায়
জোরে হাতুড়ি চালায়।
গাঁয়ের মাঝি অজয়ের ঘাটে
সারাদিন নৌকা বায়।

গাছের ছায়ায় মাটির ঘরে
করে সবে সুখে বাস,
সকালে বিকালে কাজ করে
সুখে থাকে বার মাস।

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০২ রা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৫

শাহিন-৯৯ বলেছেন: ভাল লাগল।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৮

লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর মন্তব্য হৃদয় ছুঁয়ে যায়।
আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
শুভকামনা রইল সতত। জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

২| ০২ রা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:২৫

ইমরান আল হাদী বলেছেন: চমৎকার পল্লী কবিতা।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৯

লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর মন্তব্য হৃদয় ছুঁয়ে যায়।
আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
শুভকামনা রইল সতত। জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

৩| ০২ রা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫২

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।+

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৯

লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর মন্তব্য হৃদয় ছুঁয়ে যায়।
আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
শুভকামনা রইল সতত। জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

৪| ০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ৮:১৫

সাদা মনের মানুষ বলেছেন: আমাদের গায়ের চমৎকার চিত্র ফুলে উঠেছে আপনার লেখনিতে........ভালোলাগা জানিয়ে গেলাম দাদা

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৯

লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর মন্তব্য হৃদয় ছুঁয়ে যায়।
আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
শুভকামনা রইল সতত। জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

৫| ০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ৮:১৬

সাদা মনের মানুষ বলেছেন: সোনাই দিঘি নামে সত্যিই কোন গ্রাম আছে কি? নামটা কিন্তু চমৎকার।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০০

লক্ষণ ভান্ডারী বলেছেন: সোনাই দিঘি একটি গাঁয়ের দিঘির নাম।
সুন্দর মন্তব্য হৃদয় ছুঁয়ে যায়।
আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
শুভকামনা রইল সতত। জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

৬| ০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ৮:১৬

নূর-ই-হাফসা বলেছেন: ছন্দে ছন্দে চমৎকার কবিতা ।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০০

লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর মন্তব্য হৃদয় ছুঁয়ে যায়।
আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
শুভকামনা রইল সতত। জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

৭| ০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩৭

রাজীব নুর বলেছেন: সুন্দর।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০০

লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর মন্তব্য হৃদয় ছুঁয়ে যায়।
আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
শুভকামনা রইল সতত। জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.