নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

নদীর কাছে জোড়া বটতলা

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৬



নদীর কাছে জোড়া বটতলা
লক্ষ্মণ ভাণ্ডারী

নদীর কাছে জোড়া বটতলা
কদম খণ্ডীর ঘাট,
প্রতি রবিবারে নদীর এপারে
সেথা বসে এক হাট।

কলসী বোঝাই গোরুর গাড়ি
চলে রাঙা মাটি পথে,
ওপারের লোক এপারেতে আসে
বহু দূর গ্রাম হতে।

রবিবার দিনে হাটেতে আজ
বহু লোক এসে জুটে,
মাথায় লয়ে সব্জির বোঝা
হাটুরেরা আসে ছুটে।

সারাদিন ধরে বেচাকেনা চলে
ক্রেতা বিক্রেতার ভিড়ে,
এখো গুড়ের মাটির কলসী
রাখে অজয়ের তীরে।

রবিবার দিনে হাট বসেছে
ক্রেতাদের আনাগোনা,
মাল বেচাকেনা করে দরাদরি
হট্টগোল যায় শোনা।

তেল চিনি আটা হাঁসমুরগী পাঁঠা
সব বিক্রি হয় হাটে।
কেউবা এনেছে ধামা কুলো ঝুড়ি
অজয় নদীর ঘাটে।

কেউবা আসে কেউ চলে যায়
কেইবা তা মনে রাখে,
ক্রেতাদের ভিড়ে কথা কাটাকাটি
বিক্রেতারা জোরে হাঁকে।

সাঁঝের বেলা ভেঙে যায় হাট
সবে ফিরে যায় ঘরে,
আঁধার নেমেছে নির্জন হাটেতে
অজয়ের নদী চরে।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫২

ফাহিমা জেরিন জেবা্ বলেছেন: অনেক সুন্দর হয়েছে

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০১

লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর মন্তব্য হৃদয় ছুঁয়ে যায়।
আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
শুভকামনা রইল সতত। জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫২

নূর-ই-হাফসা বলেছেন: সুন্দর কবিতা । ভালো লাগল ।

০৫ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:১০

লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর মন্তব্য হৃদয় ছুঁয়ে যায়।
আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
শুভকামনা রইল সতত। জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ রাত ৮:১০

রাজীব নুর বলেছেন: বেশ ভালো লাগলো।

০৫ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:১০

লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর মন্তব্য হৃদয় ছুঁয়ে যায়।
আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
শুভকামনা রইল সতত। জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ রাত ৮:১১

মনিরা সুলতানা বলেছেন: সুন্দর লিখছেন !!

০৫ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:১০

লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর মন্তব্য হৃদয় ছুঁয়ে যায়।
আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
শুভকামনা রইল সতত। জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.