নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

গাঁয়ের মাটিতে শীতল ছায়ায়

০৮ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৯



গাঁয়ের মাটিতে শীতল ছায়ায়
লক্ষ্মণ ভাণ্ডারী

গাঁয়ের মাটিতে শীতল ছায়ায়
আমার মাটির ঘরে,
সুখের স্বর্গ হেথায় আসিয়া
সতত বিরাজ করে।

আম কাঁঠালের ছায়ায় ঘেরা
রাঙা মাটির ঐ পথে,
ময়না চড়ুই, ফিঙে বুলবুল
করে খেলা একসাথে।

রাঙা মাটির লাল সরাণের
বাঁকা গলি পথ দিয়ে,
গাঁয়ের বধূরা কলসী কাঁখে
আসে ঘরে জল নিয়ে।

পূবের আকাশে সোনার রবির
সোনা ঝরা রোদ ঝরে,
মাটিতে নিকানো উঠোন আমার
রোদে ঝলমল করে।

উঠোনের পাশে কূয়ো-তলায়
কাক বসে রোজ ডাকে,
চালতা গাছে হনুমান বসে
লেজ থাকে তার ঝুলে।

বাড়ির পাশে বেড়ার ধারে
ছাগল ও ভেড়া চরে,
গাছের শাখে পাখিরা ডাকে
পুলকে হৃদয় ভরে।

গ্রাম সীমানায় দূরে দেখা যায়
অজয় নদীর চর,
অজয়ের তীরে কোন এক গাঁয়ে
আমার আপন ঘর।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩৫

রাজীব নুর বলেছেন: অজয় নামে কি কোনো নদী আছে?

খুব সুন্দর হয়েছে।

০৯ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:২২

লক্ষণ ভান্ডারী বলেছেন: আছে। পশ্চিম বাংলায় বর্ধমান ও বীরভূম জেলাকে
ভাগ করেছে ভারতের প্রধান নদী গঙ্গানদীর
একটি শাখানদী
তার নাম অজয় নদী।

***
সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম আর প্রেরণা পেলাম।
প্রিয়কবিকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
শুভকামনা রইল সতত ও নিরন্তর।
জয়গুরু!জয়গুরু!জয়গুরু!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.