নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

আকাশপারে পশ্চিম কোণে

০৯ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:১৩




আকাশপারে পশ্চিম কোণে
লক্ষ্মণ ভাণ্ডারী

আকাশ পারে পশ্চিম কোণে,
সূর্যি ডোবে ঐ দূর গগনে।

পাখিরা সব ফিরে বাসায়,
গাঁয়ে বাজে সাঁঝের সানাই।

মিলিয়ে গেল দিনের আলো,
নামল গাঁয়ে আঁধার কালো।

তাল-খেজুর গাছের আড়ে,
লুকোয় পেঁচা বন বাদাড়ে।

শাল পিয়াল বনের মাঝে,
বাঁশির সুরে মাদল বাজে।

নীল গগনে তারা ফুটেছে,
বাঁশের বনে চাঁদ উঠেছে।

অজয়ের ধারা বয়ে চলে,
জোছনা ঝরে নদীর জলে।

তরণী বাঁধা নদীর চরে,
মাঝি গেছে আপন ঘরে।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৩৬

বেনামি মানুষ বলেছেন: বাঁশির সুরে মাদল বাজে।

সত্যিই?
বাঁশির সুরে মাদল?



তবে তো বাঁশির সুরে করতাল ও বাজবে, বাঁশির সুরে কলা পাঁকা ও পাওয়া যাবে, বাঁশির সুরে ট্রেনের টিকিট ও পাওয়া যাবে, না?


আপনার কবিতা পরে বুঝতে পারছি বাঁশির সুরে যে সব ই হয়।

আর আপনার ব্যাপারে যা লিখে রাখছেন পড়ে ধন্য হয়ে গেছি।
বর্ধমানে যে আপনি বর্তমান আছেন বর্ধমানবাসী কখনো আপনাকে সেজন্য ধন্যবাদ দিয়োছে?


না দিলে আপনি চলে আসতে পারেন আমাদের চাঁদের দেশে, এখানে বাঁশির সুরে বাশের ফুল ফুটে। বাঁশির সুরে ধন্যবাদ দেয়া হয়।

২| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৮

নূর-ই-হাফসা বলেছেন: এই কবিতা ও কি সুন্দর !

০৯ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৫

লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম আর প্রেরণা পেলাম।
প্রিয়কবিকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
শুভকামনা রইল সতত ও নিরন্তর।
জয়গুরু!জয়গুরু!জয়গুরু!

৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৫২

রাজীব নুর বলেছেন: বরাবরের মতোই সুন্দর।

০৯ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৬

লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম আর প্রেরণা পেলাম।
প্রিয়কবিকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
শুভকামনা রইল সতত ও নিরন্তর।
জয়গুরু!জয়গুরু!জয়গুরু!

৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৭

না মানুষী জমিন বলেছেন: ভালো লাগলো।

০৯ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৬

লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম আর প্রেরণা পেলাম।
প্রিয়কবিকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
শুভকামনা রইল সতত ও নিরন্তর।
জয়গুরু!জয়গুরু!জয়গুরু!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.