নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

প্রভাতে অরুণ রবি

১২ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৭




প্রভাতে অরুণ রবি
লক্ষ্মণ ভাণ্ডারী

প্রভাতে অরুণ রবি উদিল গগনে,
ছোট ছোট ফুল ফুটে কুসুম কাননে।
পাখি সব গীত গায় তরুর শাখায়,
ছোট ছোট আছে ঘর শীতল ছায়ায়।

রাঙা পথে দুইধারে আমের বাগান,
গ্রাম সীমানার পাশে গোরুর বাথান।
রাখাল গরুর পাল নিয়ে মাঠে যায়,
বাজায় বাঁশের বাঁশি বসি তরু-ছায়।

গাঁয়ের পথের বাঁকে তালদিঘি আছে,
পাড় তার সারি সারি ভরা তালগাছে।
মরাল মরালী ভাসে পানকৌড়ি আসে,
দিঘির শীতল জলে সোনা রোদ হাসে।

তরীখানি আছে বাঁধা অজয়ের চরে,
কূলে বসি সাদা বক ছোট মাছ ধরে।
অজয়ের দুইপাড়ে ছোট ছোট গ্রাম,
মাঝখানে বয়ে চলে নদী অবিরাম।

অজয় নদীর ধারে ছোট মোর গাঁয়,
সবুজ তরুর শাখে পাখী গীত গায়।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ২:৪২

নূর-ই-হাফসা বলেছেন: সুন্দর ছন্দ ময় কবিতা । ভালো লাগলো ।

১৩ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৩৭

লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর মন্তব্যে মুগ্ধ ও প্রীত হলাম ।
আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
শুভকামনা রইল সর্বদা। জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

২| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ ভোর ৪:২০

লেখা পাগলা বলেছেন: সুন্দর ছন্দ কাব্য।

১৩ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৩৭

লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর মন্তব্যে মুগ্ধ ও প্রীত হলাম ।
আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
শুভকামনা রইল সর্বদা। জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

৩| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:০২

শাহানাজ সুলতানা অধরা বলেছেন: নান্দনিক কথামালা।

আমার পাতায় আমান্ত্রণ রইলো

১৩ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৪০

লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর মন্তব্যে মুগ্ধ ও প্রীত হলাম ।
আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
শুভকামনা রইল সর্বদা। জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

৪| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:২৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনার কবিতায় ছন্দগুলো দারুন। কিন্তু আপনি মন্তব্যের উত্তর দেননা বলে তেমন মন্তব্য পাননা(এটা আমার ব্যক্তিগত অভিমত)।

ভাল থাকবেন।

১৩ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৪২

লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর মন্তব্যে মুগ্ধ ও প্রীত হলাম ।
আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
শুভকামনা রইল সর্বদা। জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

৫| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৮

তারেক ফাহিম বলেছেন:

কবিতার ছন্দমালা খুব সুন্দর, সরল ভাষায় সহজে বৌধগম্য কবিতা।

প্রতিত্তরে ভিন্নতা চাই।

১৩ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৯

লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম আর অনুপ্রেরণা পেলাম।
আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আর ধন্যবাদ জানাই।
শুভকামনা রইল নিরন্তর ও সতত।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.