নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

মাটির পাঁচিলে ঘেরা

১৩ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৯



মাটির পাঁচিলে ঘেরা
লক্ষ্মণ ভাণ্ডারী

মাটির পাঁচিলে ঘেরা ছোট ছোট ঘর,
নিকানো উঠোনখানি শোভা মনোহর।
উঠোনেতে বসি শিশু দুধ মুড়ি খায়,
সোনালী রোদ্দুর হাসে খোলা বারান্দায়।

উঠোনে পিঁড়িতে বসি দেখি বেনেবুড়ি,
কাঠের আগুন জ্বেলে ভাজে খই মুড়ি।
গোয়ালেতে বাঁধা গরু খড় কুটো খায়,
ঘন ঘন নাড়ে শিং দেখে ভয় পায়।

বাড়ির বেড়ার পাশে বসে টিয়া পাখি,
চালাঘরে বসে কাক করে ডাকাডাকি।
খাটিয়ায় ধান রেখে রোদ্দুরে শুকায়,
পায়রারা এসে কভু ধান খেয়ে যায়।

মাটির পাঁচিলে ঘেরা, বাড়ির উঠানে,
বধূরা ঢেঁকিতে চেপে রোজ ধানভানে।

মন্তব্য ২০ টি রেটিং +০/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৫১

মোঃ মাইদুল সরকার বলেছেন: এটাও সুন্দর হয়েছে। চমৎকার ছন্দ।

১৩ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৯

লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম আর অনুপ্রেরণা পেলাম।
আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আর ধন্যবাদ জানাই।
শুভকামনা রইল নিরন্তর ও সতত।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

২| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৪

তারেক_মাহমুদ বলেছেন: সুন্দর হয়েছে

১৩ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৯

লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম আর অনুপ্রেরণা পেলাম।
আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আর ধন্যবাদ জানাই।
শুভকামনা রইল নিরন্তর ও সতত।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

৩| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:০২

তারেক ফাহিম বলেছেন: আহ্ সুন্দর ছন্দমালা।

কবিতার ভাবার্থ গ্রাম থেকে উঠে যাচ্ছে, সবাই মর্ডান হয়ে যাচ্ছে কেমন :((
গ্রাম আর কবির ভাষায় গ্রামের মত নেই, কবিতার মত একটি গ্রাম দেখতে চাই, দেখাবেন দাদা??

১৩ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৫০

লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম আর অনুপ্রেরণা পেলাম।
আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আর ধন্যবাদ জানাই।
শুভকামনা রইল নিরন্তর ও সতত।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

৪| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৪২

মানুষ বলেছেন: পদ্য ভালো হয়েছে। তবে গ্রামে আজকাল ধান ভানা মেশিনে ধান ভ্যানে। বধূরা কেবল টিভিতে সিরিয়াল দেখে।

১৩ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৫০

লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম আর অনুপ্রেরণা পেলাম।
আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আর ধন্যবাদ জানাই।
শুভকামনা রইল নিরন্তর ও সতত।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

৫| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৫২

নূর-ই-হাফসা বলেছেন: দারুন হয়েছে ।

১৩ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:০৬

লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর মন্তব্য পাঠে মুগ্ধ হলাম প্রিয়কবি।
আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

৬| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: সে কি কবি-সকলের মন্তব্যের উত্তর একই কেন ?

পাঠকদের এভাবে ফাঁকি দিলেতো চলবেনা।

১৩ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:০৯

লক্ষণ ভান্ডারী বলেছেন: একই কবিতা পাঠ করে সকলে বিভিন মন্তব্য দেন।
আর আমি সবার মন্তব্য একই উত্তরে দিই।
সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম আর অনুপ্রেরণা পেলাম।
আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আর ধন্যবাদ জানাই।
শুভকামনা রইল নিরন্তর ও সতত।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

৭| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:০৪

রাজীব নুর বলেছেন: ভান্ডারী সাহেব আমি কেন কবিতা লিখতে পারছি না।
আজ দুই মাস হয়ে গেল একটা কবিতা লিখতে পারিনি।
প্রতি মাসে কমপক্ষে একটা কবিতা না লিখতে পারলে আমার ভালো লাগে না।

১৩ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:১৩

লক্ষণ ভান্ডারী বলেছেন: আপনি তো লেখেন। সেদিন আপনার লেখা পাঠ করে মুগ্ধ হয়ে মন্তব্য লিখেছি।
কবিতা লিখতে চাইলে লিখতে থাকুন। আর গদ্য কবিতা প্রকাশ করুন।
পরে তাতে অটোমেটিক ছন্দ ও কাব্যশৈলী আসবে সন্দেহ নাই।
সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম।
আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা নেবেন।
জয়গুরু!

৮| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪২

রূপক বিধৌত সাধু বলেছেন: সুন্দর!

১৩ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৬

লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম আর অনুপ্রেরণা পেলাম।
আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আর ধন্যবাদ জানাই।
শুভকামনা রইল নিরন্তর ও সতত।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

৯| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:০৭

মরুসিংহ বলেছেন: দারুণ!!!

১৪ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:১৩

লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম আর অনুপ্রেরণা পেলাম।
আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আর ধন্যবাদ জানাই।
শুভকামনা রইল নিরন্তর ও সতত।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

১০| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৩১

অলিউর রহমান খান বলেছেন: অসাধারণ ছন্দের ছড়াছড়ি।
বেশ ভালো লাগলো।
আমার অনেক ভালো লেগেছে।

শুভেচ্ছা জানবেন জনাব।

১১| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:১৩

লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম আর অনুপ্রেরণা পেলাম।
আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আর ধন্যবাদ জানাই।
শুভকামনা রইল নিরন্তর ও সতত।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.