নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

অজয় নদীর ঘাট

১৫ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৪



অজয় নদীর ঘাট
লক্ষ্মণ ভাণ্ডারী

গাঁয়ের অজয় নদী চলে আনমনে,
শঙ্খচিল ভেসে চলে সুনীল গগনে।
গাছেগাছে পাখি ডাকে হরষিত মন,
নদীধারে ওই পারে আছে আমবন।

গাঁয়ের বধূরা সবে নদী ঘাট হতে,
কলসীতে জল নিয়ে চলে রাঙাপথে।
দুইধারে ধানখেতে ধান কাটে চাষী,
রাখালিয়া সুরে শুনি দূরে বাজে বাঁশি।

মনাস উদাস হয় শুনি সেই গান,
অজয়ের জলধারা করে কলতান।
বন শালিকের দল চরে করে খেলা,
অজয়ের নদীতটে আসে পড়ে বেলা।

দূর গাঁয়ে জ্বলে দীপ হেথা অন্ধকার,
সাঁঝের আঁধার নামে ঘাটে চারিধার।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:১৪

তারেক_মাহমুদ বলেছেন: চিরায়ত বাংলার অনিন্দ্য সুন্দর রুপের কাব্যিক বর্নণা।

১৫ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:১৮

লক্ষণ ভান্ডারী বলেছেন: সু-মন্তব্যে মুগ্ধ হলাম। অভিনন্দন ও
শুভকামনা রইল সতত ও নিরন্তর।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

২| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:১৭

নূর-ই-হাফসা বলেছেন: খুব সুন্দর

১৫ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:১৮

লক্ষণ ভান্ডারী বলেছেন: সু-মন্তব্যে মুগ্ধ হলাম। অভিনন্দন ও
শুভকামনা রইল সতত ও নিরন্তর।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:২২

সাদা মনের মানুষ বলেছেন: সুন্দর গ্রামিন কবিতায় ভালোলাগা

৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:০৭

লক্ষণ ভান্ডারী বলেছেন: সু-মন্তব্যে মুগ্ধ হলাম। অভিনন্দন ও
শুভকামনা রইল সতত ও নিরন্তর।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

৫| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৫

শামচুল হক বলেছেন: কবিতায় চৌদ্দ চৌদ্দ ঠিক রেখেছেন। আপনি কি সনেট লেখার চেষ্টা করছেন?

৬| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৬

লক্ষণ ভান্ডারী বলেছেন: ঠিক ধরেছেন। তবে এই কবিতা চতুর্দশপদী পয়ার ছন্দে লেখা।
সু-মন্তব্যের জন্য ধন্যবাদ। অভিনন্দন ও
শুভকামনা রইল সতত ও নিরন্তর।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.