নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

আমাদের গ্রামখানি

১৬ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:১৯



আমাদের গ্রামখানি
লক্ষ্মণ ভাণ্ডারী

আমাদের গ্রামখানি অজয়ের পারে,
সবুজ ধানের খেত পথের দুধারে।
রাঙাপথে লালধূলো গাছে ডাকে পাখি,
ছোট গাঁয়ে মোরা সবে সদা সুখে থাকে।

এ গাঁয়ের মাঝখানে গোয়ালা পুকুর,
সামনে অজয় নদী নয় বহু দূর।
সকালে বিকালে রোজ রাঙাপথ দিয়ে,
গাঁয়ের বধূরা ঘরে যায় জল নিয়ে।

এ গাঁয়ের চৌমাথায় কালীর মন্দির,
অমাবস্যা রাতে সেথা জমে বহু ভিড়।
সন্ধ্যায় আরতি হয় ঢাক ঢোল বাজে,
সাঁঝের সানাই বাজে এ গাঁয়ের মাঝে।

রাত কাটে ভোর হয় গ্রাম উঠে জেগে,
রবি উঠে ফুল ফুটে রঙ লাগে মেঘে।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৪০

তারেক_মাহমুদ বলেছেন: সুন্দর,গ্রাম বাংলার দারু ণ বর্ণনা

১৬ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৮

লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর মন্তব্যে বিমুগ্ধ ও প্রীত হলাম।
আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
শুভকামনা রইল সদাসর্বদা।
জয়গুরু!জয়গুরু!জয়গুরু!

২| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:২৭

মুহাম্মদ ফয়েজ উল্লাহ বলেছেন: ভাল লাগল,

৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৪১

লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর মন্তব্য হৃদয় ছুঁয়ে যায়।
মন্তব্য পাঠে বিমুগ্ধ হলাম।
আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
শুভকামনা রইল সদাসর্বদা।
জয়গুরু!জয়গুরু!জয়গুরু!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.