নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

ছোট মোর গাঁয়

১৮ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৫



ছোট মোর গাঁয়
লক্ষ্মণ ভাণ্ডারী

অজয়ের এপারেতে ছোট মোর গাঁয়,
ছোট ছোট আছে ঘর তরুর ছায়ায়।
প্রতিদিন উঠে রবি পূরব গগনে,
ছোট ছোট ফুল ফুটে কুসুম কাননে।

ছোট ছোট দিঘি আছে আমাদের গাঁয়ে,
মাঠে মাঠে সোনা ধান আম-বন বাঁয়ে।
রাঙাপথে গাছে গাছে পাখি গীত গায়,
ছোট বধূ স্নান সেরে, জল নিয়ে যায়।

আমাদের গাঁয়ে আছে ছোট এক নদী,
কুলু কুলু বয়ে চলে হয়ে বেগবতী।
নদীধারে দুইকূলে ছোট ছোট গ্রাম,
অজয়ের কলতানে মেতে ওঠে প্রাণ।

আমাদের ছোট গাঁয়ে সাঁঝের বেলায়,
ছোট ছোট তারা ফুটে আকাশের গায়।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪২

দীপঙ্কর বেরা বলেছেন: খুব সুন্দর গ্রাম চিত্র।

১৯ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৯

লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর মন্তব্যে বিমুগ্ধ ও প্রীত হলাম।
আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
শুভকামনা রইল সতত ও সর্বদা।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

২| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:১৪

ঠ্যঠা মফিজ বলেছেন: সুন্দর ।

১৯ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৯

লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর মন্তব্যে বিমুগ্ধ ও প্রীত হলাম।
আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
শুভকামনা রইল সতত ও সর্বদা।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:১৬

নূর-ই-হাফসা বলেছেন: সুন্দর কবিতা ।

১৯ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৯

লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর মন্তব্যে বিমুগ্ধ ও প্রীত হলাম।
আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
শুভকামনা রইল সতত ও সর্বদা।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

৪| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:২৭

রূপক বিধৌত সাধু বলেছেন: স্বর্ণগ্রাম!

১৯ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৪০

লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর মন্তব্যে বিমুগ্ধ ও প্রীত হলাম।
আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
শুভকামনা রইল সতত ও সর্বদা।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

৫| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:০৯

রাজীব নুর বলেছেন: ভান্ডারী সাহেব আমি আপনার ভক্ত হয়ে যাচ্ছি।

১৯ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৪২

লক্ষণ ভান্ডারী বলেছেন: ভালো কথা। এবার তাহলে
কবিতা লিখুন, লিখতে থাকুন।
আপনার সুন্দর মন্তব্যে
বিমুগ্ধ ও প্রীত হলাম।
অনুপ্রাণিত হলাম।

আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
শুভকামনা রইল সতত ও সর্বদা।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.