নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

শীতের সকাল

১৯ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:১৯



শীতের সকাল
লক্ষ্মণ ভাণ্ডারী

শীতের রাতে ঘুমায় সবে
শীতের কাঁথা মুড়ে,
পূবের রবি উঠলো হেসে
দূরে পাহাড় চূড়ে।

খেজুর গাছে চড়ছে কেহ
বাঁধছে মাটির হাঁড়ি,
মাঠের থেকে ধান বোঝাই
আসছে গোরুর গাড়ি।

পুকুর পাড়ে মায়ে ও ঝিয়ে
করছে ঝগড়া খুব,
দিঘির জলে মরাল ভাসে
পানকৌড়ি দেয় ডুব।

দিঘির ঘাটে বধূরা চলে
কলসী লয়ে কাঁখে,
বাঁশ বাগানে ঝোপের আড়ে
মুরগীরা সব ডাকে।

আকাশ জুড়ে আলোর খেলা
ছড়ায় কিরণ রবি,
ফুলের বনে ফুল ফুটেছে
দেখি সুন্দর ছবি।

সবুজ গাছে পাখিরা ডাকে
হৃদয়ে পুলক জাগে,
ঘন কুয়াশা ভুবন জুড়ে
আকাশে রং লাগে।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৫

তারেক_মাহমুদ বলেছেন: বরাবরের মতই দারুণ, শীতকালের অনিন্দসুন্দর প্রকৃতির বর্ণনা।

১৯ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৩

লক্ষণ ভান্ডারী বলেছেন: আপনার সুন্দর মন্তব্যে বিমুগ্ধ ও প্রীত হলাম।
আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
শুভকামনা রইল সতত ও সর্বদা।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

২| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৮

রাজীব নুর বলেছেন: আপনার কবিতা পরে আমার শীত লাগা শুরু করেছে।

১৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:০৬

লক্ষণ ভান্ডারী বলেছেন: শীতের সকালে
এক কাপ কফি খান। শীত কম লাগবে।
সুন্দর মন্তব্যে বিমুগ্ধ হলাম ও অনুপ্রেরণা পেলাম।
শুভকামনা রইল। জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:২০

শাহানাজ সুলতানা অধরা বলেছেন:

১৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:০৬

লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর মন্তব্যে বিমুগ্ধ হলাম ও অনুপ্রেরণা পেলাম।
শুভকামনা রইল। জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.