নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

গাঁয়ে আছে স্নিগ্ধ ছায়া

২০ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৪৩



গাঁয়ে আছে স্নিগ্ধ ছায়া
লক্ষ্মণ ভাণ্ডারী

গাঁয়ে আছে স্নিগ্ধ ছায়া ছোট ছোট ঘর,
গাছে গাছে পাখি ডাকে শুনি নিরন্তর।
আম কাঁঠালের গাছ তাল ও সুপারি,
রাঙা পথে দুই ধারে খেজুরের সারি।

গাঁয়ে আছে ছোট দিঘি সুশীতল জল,
দিঘি জলে খেলা করে মরালের দল।
মরাল মরালী সাথে কাটিছে সাঁতার,
জল নিতে আসে ঘাটে বধূরা পাড়ার।

গাঁয়ে আছে ছোট নদী গ্রাম সীমানায়,
ভাটিয়ালি গান গেয়ে মাঝি নৌকা বায়।
বালু চরে আছে বসে ধবল বলাকা,
শঙ্খচিল ভেসে চলে মেলে দুই পাখা।

সোনার ফসল ফলে গাঁয়ের মাটিতে,
মাঠ ভরা সোনা ধান হেরি চারিভিতে।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৪২

রাজীব নুর বলেছেন: মনে মনে আপনার কবিতার জন্য অপেক্ষা করছি। তখনই আপনার কবিতা পেলাম।

২০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:১৪

লক্ষণ ভান্ডারী বলেছেন: আপনি আমার কবিতার নিয়মিত মন্তব্যকারী।
তাই প্রথম ও প্রধান মন্তব্যকারীর তালিকায়
আপনাকে রাখলাম। সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম।
শুভকামনা রইল সতত ও সর্বদা।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

২| ২০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৪২

তারেক_মাহমুদ বলেছেন: গ্রাম বাংলার ছান্দিক বর্ণনা দারুনভাবে ফুটে উঠে আপনার লেখায়,প্রতিবারের মত এবার ও অভিভূত।

২০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:১৫

লক্ষণ ভান্ডারী বলেছেন: হৃদয়ছোঁয়া মন্তব্যে প্রীত হলাম।
সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত হলাম।
শুভকামনা রইল সতত ও সর্বদা।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.