নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

পাউরুটি

২১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:১০



পাউরুটি
লক্ষ্মণ ভাণ্ডারী

বর্তমান কবিতাটি আমার সহৃদয় পরমবন্ধু রাজীব নুর-এর অনুপ্রেরণায় লেখা।

গিন্নি গিয়েছে বাপের বাড়ি
বড়ো দিনের ছুটি,
রান্নাবান্না করবো না আজ
খাবো যে পাউরুটি।

দুধের সাথে মিশিয়ে চিনি
গরম করে তাতে,
গরম দুধে নরম পাউরুটি
পরম তৃপ্তির সাথে।

রান্না করা বন্ধ আজিকে
নেইকো কোন কাজ,
দোকান থেকে আনবো কিনে
পাউরুটি এক আজ।

ব্রেক ফার্স্টটা জমবে ভাল
পাউরুটি এক খেলে,
দুধের সাথে মিশিয়ে খেলে
পরম সন্তোষ মেলে।

রান্নাঘরটা খুলেই দেখি
আছে পাঁচ ছয় ডিম।
ডিমের টোস্ট খেয়ে আজিকে
কাটিয়ে দেবো দিন।

সাঁঝের বেলা তাকিয়ে দেখি
ঘরে পাউরুটি নাই,
মনের দুখে ময়দা মেখে
ঘিয়ের লুচি বানাই।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:১৪

ট্রাম্প বিন পুতিন বিন হিটলার বলেছেন:



হিটলার বলছেনঃ মজা পেয়েছি।

২১ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:০২

লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর মন্তব্যে খুশি হলাম।
শুভেচ্ছা রইল।
জয়গুরু!

২| ২১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:১৭

তারেক_মাহমুদ বলেছেন: আপনি ও পাউরুটি খেলেন, মানে পাউরুটি নিয়ে লিখলেন? দারুণ সহজ সরল ভাষায় আপনি দারুণ কবিতা লেখেন।

২১ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:০৩

লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর মন্তব্যের প্রশংসা করি।
মন্তব্যে খুশি হলাম।
শুভেচ্ছা রইল।
জয়গুরু!

৩| ২১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:১৮

নূর-ই-হাফসা বলেছেন: সারাদিন পাউরুটি খেয়েই কাটাবেন ? কবিতা মজার লেগেছে

২১ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:০৫

লক্ষণ ভান্ডারী বলেছেন: বহুলোক তো অনশনে দিন কাটাচ্ছেন।
আমি না হয় পাউরুটি খেয়েই থাকবো।

সুন্দর মন্তব্যের প্রশংসা করি।
মন্তব্যে খুশি হলাম।
শুভেচ্ছা রইল।
জয়গুরু!

৪| ২১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:১৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমারও খেতে ইচ্ছা হচ্ছে
গরম দুধে নরম পাউরুটি!!

২১ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:০৮

লক্ষণ ভান্ডারী বলেছেন: চলে আসুন।
বাড়িতে একা আছি।
দুজনে মিলে জমবে ভালো।
কিন্তু দাদা, রান্না তো করতে পারবো না।
পাউরুটি চলবে?
সুন্দর মন্তব্যের প্রশংসা করি।
মন্তব্যে খুশি হলাম।
শুভেচ্ছা রইল।
জয়গুরু!

৫| ২১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৩০

সেলিম আনোয়ার বলেছেন: লুচিও মজা আছে।
পাউরুটিও বেশ।
++

২১ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:০৯

লক্ষণ ভান্ডারী বলেছেন: পাউরুটির অভাবে অগত্যা
লুচি খেয়েই পেট ভরাবো।
সুন্দর মন্তব্যের প্রশংসা করি।
মন্তব্যে খুশি হলাম।
শুভেচ্ছা রইল।
জয়গুরু!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.