নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

গাঁয়ের মাঝে শীতল ছায়ে

২১ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৯




গাঁয়ের মাঝে শীতল ছায়ে
লক্ষ্মণ ভাণ্ডারী

গাঁয়ের মাঝে শীতল ছায়ে
আমার মাটির ঘরে,
ময়না চড়ুই সকালে আসে
আঙিনায় খেলা করে।

সকাল হলে সোনার রবি
পূবের আকাশে উঠে,
ফুলের বনে হরেক রকম
ফুলকলি সব ফুটে।

বাঁশ বাগানে ঝোপের কাছে
মুরগীরা সব ডাকে,
গাঁয়ের পথে মেয়েরা চলে
মাটির কলসী কাঁখে।

সোনা দিঘির ঘাটের কাছে
রাজহাঁস জলে ভাসে
শীতল জলে ডুব দিতে রোজ
পানকৌড়িরা আসে।

অজয় নদীর ঘাটের কাছে
তরীখানি আছে রাখা,
নদীর চরে পুঁটিমাছ ধরে
ধবল এক বলাকা।

রাখাল ছেলে বাজায় বাঁশি
প্রাচীন বটের ছায়ে,
দিনের শেষে লুকায় রবি
আঁধার নামে গাঁয়ে।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২১ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:০২

তারেক_মাহমুদ বলেছেন: পড়ছিলাম আর হারিয়ে যাচ্ছিলাম আমার গায়ে, আসলে বাংলার সব গ্রাম গুলোই এমন অদ্ভুত সুন্দর

২১ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:১১

লক্ষণ ভান্ডারী বলেছেন: গাঁয়ে ছায়া আছে মায়া আছে আর আছে মাটির পরশ।
তাই গাঁয়ের কথা লিখি। কবিতা লিখি।
সুন্দর মন্তব্যের প্রশংসা করি।
মন্তব্যে খুশি হলাম।
শুভেচ্ছা রইল।
জয়গুরু!

২| ২১ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৯

রাজীব নুর বলেছেন: প্রতিটা লাইনে গ্রামের ছবি ফুটে উঠেছে।

২১ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:০৯

লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর মন্তব্যে বিমুগ্ধ হলাম।
পাউরুটি নিয়ে লেখা কবিতাটি
পাঠ করার অনুরোধ রইল।
আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
শুভ কামনা রইল নিরন্তর ও সদাসর্বদা।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.