নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

গাঁয়ের মাটি গাঁয়ের ছায়া

২৭ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:০৫




গাঁয়ের মাটি গাঁয়ের ছায়া
লক্ষ্মণ ভাণ্ডারী

গাঁয়ের মাটি গাঁয়ের ছায়া
শীতল দিঘির জল,
দিঘির জলে মরাল ভাসে
বিকশিত শতদল।

তরুর শাখায় পাখিরা গায়
রোজ করে কলতান,
যেদিকে চাই দেখিতে পাই
মাঠ ভরা সোনা ধান।

অজয় নদী চলেছে বয়ে
এ গাঁয়ের সীমানায়,
গাঁয়ের মাঝি ভাটিয়ালি গেয়ে
নাওখানি তার বায়।

গাঁয়ের পথে লাল সরাণে
কত লোক রোজ চলে,
পথের বাঁকে শালিক পাখি
রোজ আসে দলে দলে।

গাঁয়ের বধূ কলসী কাঁখে
ঘরে যায় জল নিয়ে,
দিঘির জলে গাঁয়ের জেলে
মাছ ধরে জাল দিয়ে।

সোনার রবি সোনার আলো
ছড়ায় ভুবন জুড়ে,
দিনের শেষে লুকায় রবি
দুরে পাহাড়ের চূড়ে।

গাঁয়ের মাটি গাঁয়ের ছায়া
ভুলায় নয়ন মন,
গাঁয়ের মাটি স্বর্গ আমার
গাঁয়ে জনম মরণ।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৫৬

তারেক_মাহমুদ বলেছেন: সুন্দর, আবারো গ্রাম বাংলার সহজ সরল ছন্দময় বর্নণা।

২৭ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৩

লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর ও আবেগময় মন্তব্যে মুগ্ধ ও অনুপ্রাণিত।
শুভকামনা রইল নিরন্তর ও প্রতিনিয়ত।
জয়গুরু!জয়গুরু!জয়গুরু!

২| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৪

লক্ষণ ভান্ডারী বলেছেন:

২৭ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৪

লক্ষণ ভান্ডারী বলেছেন: গাঁয়ের মাটি গাঁয়ের ছায়া
আমার সুখের ঠাঁই।
এমন গাঁয়ের মাটির পরশ
কোথায় গেলে পাই।

সুন্দর ও ছন্দময় মন্তব্যে মুগ্ধ ও অনুপ্রাণিত।
শুভকামনা রইল নিরন্তর ও প্রতিনিয়ত।
জয়গুরু!জয়গুরু!জয়গুরু!

৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১২

শাহানাজ সুলতানা অধরা বলেছেন: চমৎকার গ্রাম বাংলার ছন্দময় কবিতা

২৮ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:০০

লক্ষণ ভান্ডারী বলেছেন: মাটির মায়ের স্নেহে ভরা এই গ্রাম,
গাঁয়েতে জনম মোর সুখ স্বর্গধাম।


সুন্দর ও ছন্দময় মন্তব্যে মুগ্ধ ও অনুপ্রাণিত।
শুভকামনা রইল নিরন্তর ও প্রতিনিয়ত।
আজকের পাতায় আমন্ত্রণ রইল।
জয়গুরু!জয়গুরু!জয়গুরু!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.