নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

আমাদের গ্রাম

২৮ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৫




আমাদের গ্রাম
লক্ষ্মণ ভাণ্ডারী

কুসুম কাননে ফোটে ছোট ছোট ফুল,
দূরে ওই যায় দেখা অজয়ের কূল।
শাল পিয়ালের বনে পাখি গায় গীত,
উত্তরে হাওয়া বয় এলো আজ শীত।

আম কাঁঠালের বন গ্রামখানি জুড়ে,
ছড়ায় কিরণ রবি পাহাড়ের চূড়ে।
রাঙাপথে ধূলো ওড়ে চলে গোরুগাড়ি,
দিঘি পাড়ে চারিধারে খেজুরের সারি।

আমাদের গ্রামখানি অতি মনোহর,
সবুজ গাছের ছায়ে জুড়ায় অন্তর।
পাখি সব গীত গায় সুশীতল ছায়ে।
রবি উঠে ফুল ফুটে আমাদের গাঁয়ে,

মাটির মায়ের স্নেহে ভরা এই গ্রাম,
গাঁয়েতে জনম মোর সুখ স্বর্গধাম।

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৫১

রাজীব নুর বলেছেন: বাংলার প্রতিটা গ্রামের কথাই সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন।

ধন্যবাদ।
গত দুই দিন আপনার কবিতা পাইনি ব্লগে।

২| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:০৩

লক্ষণ ভান্ডারী বলেছেন: দেরীতে পোস্ট করেছি।
বিগত দুই দিনের কবিতা পাঠ করার অনুরোধ জানাই।

গাঁয়ের মাটি গাঁয়ের ছায়া
আমার সুখের ঠাঁই।
এমন গাঁয়ের মাটির পরশ
কোথায় গেলে পাই।

সুন্দর ও ছন্দময় মন্তব্যে মুগ্ধ ও অনুপ্রাণিত।
শুভকামনা রইল নিরন্তর ও প্রতিনিয়ত।
জয়গুরু!জয়গুরু!জয়গুরু!

৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:০৮

তারেক_মাহমুদ বলেছেন: আপনার লেখা সত্যি অসাধারণ, গ্রাম বাংলার রূপ আপনি অতি সহজ সরল ভাষায় ফুটিয়ে তুলতে পারেন। যেটা বোঝার জন্য কষ্ট করতে হয়না।

২৮ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:১৯

লক্ষণ ভান্ডারী বলেছেন: গাঁয়ের মাটি স্বর্গ আমার
কোথায় গেলে পাই?
এ গাঁয়েতে জন্ম আমার
এ গাঁয়ে মরতে চাই।

অশেষ ধন্যবাদ প্রিয়! আপনার সুন্দর মন্তব্যে অনুপ্রেরণা পেলাম।
আপনাকে জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।
শুভকামনা রইল নিরন্তর ও প্রতিনিয়ত।
জয়গুরু!জয়গুরু!জয়গুরু!

৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:০৮

কবির সরদার বলেছেন: মনোমুগ্ধকর সনেট।

২৮ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪১

লক্ষণ ভান্ডারী বলেছেন: আপনার সুন্দর মন্তব্যে অনুপ্রেরণা পেলাম।
আপনাকে জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।
শুভকামনা রইল নিরন্তর ও প্রতিনিয়ত।
জয়গুরু!জয়গুরু!জয়গুরু!

৫| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:২১

লক্ষণ ভান্ডারী বলেছেন: গাঁয়ের মাটি গাঁয়ের ছায়া
শীতল দিঘির জল,
দিঘির জলে মরাল ভাসে
বিকশিত শতদল।

আপনার সুন্দর মন্তব্যে অনুপ্রেরণা পেলাম।
আপনাকে জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।
শুভকামনা রইল নিরন্তর ও প্রতিনিয়ত।
জয়গুরু!জয়গুরু!জয়গুরু!

৬| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৭

নূর-ই-হাফসা বলেছেন: কি সুন্দর করে গ্রাম বাংলার রূপ ফুটিয়ে তুললেন। দারুন লাগলো

২৮ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪০

লক্ষণ ভান্ডারী বলেছেন: অজয়ের এপারেতে ছোট মোর গাঁয়
ছোট ছোট আছে ঘর তরুর ছায়ায়।
প্রতিদিন উঠে রবি পূরব গগনে,
ছোট ছোট ফুল ফুটে কুসুম কাননে।

আপনার সুন্দর মন্তব্যে অনুপ্রেরণা পেলাম।
আপনাকে জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।
শুভকামনা রইল নিরন্তর ও প্রতিনিয়ত।
জয়গুরু!জয়গুরু!জয়গুরু!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.