নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

আমার গাঁয়ে রোজ সকালে

২৯ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:০৩



আমার গাঁয়ে রোজ সকালে
লক্ষ্মণ ভাণ্ডারী

আমার গাঁয়ে রোজ সকালে
সূর্যি যে উঠে পূবে,
দিনের শেষে পাহাড় ঘেঁষে
পশ্চিমে যায় ডুবে।

আমার গাঁয়ে দিঘির জলে
মরাল সাঁতার কাটে,
বাসন মাজে মেয়েরা সবে
শান বাঁধানো ঘাটে।

নদীর কাছে বটের গাছে
বিহগেরা গীত গায়,
গাঁয়ের মাঝি ভাটিয়ালী গেয়ে
তরী আনে কিনারায়।

বাজিয়ে বাঁশি মাদল বাজায়
শাল পিয়ালের বনে,
সাঁওতালীরা নাচে ও গায়
পুলক জাগায় মনে।

রাঙা পথের দুই ধারেতে
তাল সুপারির সারি,
গাঁয়ের ছায়া মাটির মায়া
কভু না ভুলতে পারি।

গাঁয়ের মাটি স্বর্গ আমার
আমার সুখের ঘর,
গাঁয়ের মাঝে মাটির ঘরে
সুখে থাকি নিরন্তর।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:২৭

ৈতয়ব খান বলেছেন: খানিকটা ছন্দপতন থাকলেও খুব সুন্দর ছড়া।
ভাল লাগলো
ধন্যবাদ

২৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৪২

লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম ও নতুন করে ছন্দবদ্ধভাবে লেখার প্রেরণা পেলাম।
আন্তরিক ইংরাজী শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানাই।
শুভকামনা রইল নিরন্তর ও প্রতিনিয়ত।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

২| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৩

তারেক_মাহমুদ বলেছেন: আপনার কবিতা পড়ে আপনার গাঁ দেখার ইচ্ছা হয়।

২৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৩

লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম। আমাদের গাঁয়ে আসতে সাদর আমন্ত্রণ রইল।
আন্তরিক ইংরাজী শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানাই।
শুভকামনা রইল নিরন্তর ও প্রতিনিয়ত।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:১৭

জাহিদ হাসান রানা বলেছেন: শুভকামনা কবি।।

৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৪

লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম। নতুন করে লেখার অনুপ্রেরণা পেলাম।
আন্তরিক ইংরাজী শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানাই।
শুভকামনা রইল নিরন্তর ও প্রতিনিয়ত।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.