নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

ছায়া ঘেরা ছোট গাঁয়ে

৩০ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৩৮



ছায়া ঘেরা ছোট গাঁয়ে
লক্ষ্মণ ভাণ্ডারী

ছায়া ঘেরা ছোট গাঁয়ে ছোট ঘর আছে,
বিহগের কলতান শুনি গাছে গাছে।
রাঙা পথ গেছে চলে গ্রামখানি ছাড়ি,
দিঘি পাড়ে তাল গাছ, খেজুরের সারি।

আঁকা বাঁকা গলি পথ গ্রামখানি জুড়ে,
আকাশেতে শঙ্খচিল পাখা মেলে উড়ে।
সবুজ ধানের খেতে ফিঙে পাখি আসে,
আম কাঁঠালের বন সোনা দিঘি পাশে।

ছায়া ঘেরা ছোট গাঁয়ে আছে ছোটঘর,
দূরে ওই দেখা যায় অজয়ের চর।
বোঝা নিয়ে আসে ঘাটে যাত্রীরা সকলে
নাও খানি বায় মাঝি অজয়ের জলে।

ছায়া ঘেরা গাঁয়ে মোর সুখের আগার,
পর জনমেতে ফিরে আসিব আবার।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৫৯

তারেক_মাহমুদ বলেছেন: সুন্দর,প্রতিবারের মতই সেই গ্রাম সেই অজয় নদী

৩০ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৪৮

লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর মন্তব্যে বিমুগ্ধ ও প্রীত হলাম প্রিয়কবি।
ইংরাজী শুভ নববর্ষের আগাম শুভেচ্ছা জানাই।
শুভকামনা রইল নিরন্তর ও প্রতিনিয়ত।
জয়গুরু!জয়গুরু!জয়গুরু!

২| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:১১

রাফা বলেছেন: ভূল মাটিতে জন্ম হয়েছে কবির।
যত ভালো লিখা কবিতা হোকনা
বাংলার মানুষের মত বোধগম্য হবেনা কখনও।

৩০ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৪৯

লক্ষণ ভান্ডারী বলেছেন: ইংরাজী শুভ নববর্ষের আগাম শুভেচ্ছা জানাই।
শুভকামনা রইল নিরন্তর ও প্রতিনিয়ত।
জয়গুরু!জয়গুরু!জয়গুরু!

৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৪২

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
গত তিন মাস ধরে একটা কবিতা লিখতে পারিনি।
কোনো বুদ্ধি বা পরামর্শ কি দিবেন? প্লীজ।

৩০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৩২

লক্ষণ ভান্ডারী বলেছেন: এ বিষয়ে আমার পরামর্শ হলো
প্রথমে গদ্য কবিতা লিখুন। যেকোন বিষয়ে তা যেন বর্ণনামূলক হয়।
এর পর পর লিখতে থাকুন। বার বার লিখলে আপনার স্বভাবতই মনে হবে
এটা ঠিক হচ্ছে না।
এটা এইভাবে লিখলে আরও ভালো হবে।
মন্তব্যে মুগ্ধ হলাম।
ইংরাজী শুভ নববর্ষের আগাম আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
শুভকামনা রইল নিরন্তর ও প্রতিনিয়ত।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.