নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

রবিবারে হাট বসেছে

০৫ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০৩




রবিবারে হাট বসেছে
লক্ষ্মণ ভাণ্ডারী

গাঁয়ের রাঙা রাস্তার ধারে,
বোঝাই মাথায় এসেছে সবাই অজয় নদীর পারে।

রবিবারে আজ বসেছে হাট
অজয় নদীর ঘাটে,
জিনিসপত্র এনে জুটেছে হেথায়
আজকে সবাই হাটে।

গাঁয়ের মাঝি নদীর জলে মাল বোঝাই তরী ছাড়ে।
বোঝাই মাথায় এসেছে সবাই অজয় নদীর পারে।

কেউবা আনে কুমড়ো কচু
কেউ বা আনে শাক,
নদীর পারে হাট বসেছে
শোনা যায় হাঁক-ডাক।

মেঠো পথ ধরে সব হাটুরে ছুটিছে তাড়াতাড়ি,
রাঙাপথে কুমোরেরা আসে মাথায় মাটির হাঁড়ি।

চাষীরা আনে চালের বস্তা
বোঝাই করা গরুর গাড়ি,
বাঁশিওয়ালা এনেছে বাঁশি
তাঁতি ভাই এনেছে শাড়ি।

বিকেল হলে বেচাকেনা সেরে সবাই ফেরে বাড়ি,
নদীর কিনারে থাকে শুধু পড়ে ভাঙা মাটির হাঁড়ি।

রাত্রি নিঝুম কেউ নাই হাটে
শেয়ালেরা হেথা কাঁদে,
জোনাকির দল দিতেছে টহল
গাছে গাছে নদীর বাঁধে।

পথের বাঁকে কুকুরগুলো আসে ঘেউ ঘেউ ডাক ছাড়ি।
রাতের আকাশে তারারা হাসে চাঁদ বুঝি দিয়েছে পাড়ি।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫১

পবন সরকার বলেছেন: আপনি পর পর দু'টি পোষ্ট করেছেন, এটা ঠিক না। একটি লেখা প্রথম পাতা থেকে সরে গেলে আরেকটি লেখা পোষ্ট করার নিয়ম।

০৬ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪৩

লক্ষণ ভান্ডারী বলেছেন: সু-পরামর্শের জন্য ধন্যবাদ। কথাটা হৃদয়ে গেঁথে রাখলাম।
আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
জয়গুরু! জয়গরু!জয়গরু!

২| ০৫ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬

তারেক_মাহমুদ বলেছেন: আমাদের গ্রামের হাট টা ও এমনই, সবাই বিভিন্ন গ্রাম থেকে টাটকা শাক সব্জী, বিলের খালের পুকুরের তাজা মাছ বিক্রি করতে আনে। গাছের কচি লাউ যার বোটা থেকে কস পড়ছে এমনি সব তরতাজা জিনিষ পাওয়া যায়। আপনার কবিতা সব সময় দারুণ লাগে। সত্যি নস্টালজিক হয়ে পড়েছিলাম।

০৬ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪৫

লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম।
আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। অনেক অনেক ধন্যবাদ।
পাশে থাকুন, পাশে রাখুন সদা-সর্বদা।
জয়গুরু! জয়গরু!জয়গরু!

৩| ০৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:০০

সাদা মনের মানুষ বলেছেন: সুন্দর গ্রামীন কবিতায় ভালোলাগা জানিয়ে গেলাম।

০৬ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪৬

লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম। আমি আপনার ছবির ভক্ত। দারুণ সংগ্রহ করেন আপনি।
আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। অনেক অনেক ধন্যবাদ।
পাশে থাকুন, পাশে রাখুন সদা-সর্বদা।
জয়গুরু! জয়গরু!জয়গরু!

৪| ০৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪৭

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: গ্রামের হাট বাজার নিয়ে কবিতা বা ছড়া ব্লগে বিরল।ভাল লাগলো আপনার রচনা....

৫| ০৬ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪৭

লক্ষণ ভান্ডারী বলেছেন: আপনার ভালো লাগা আমার এগিয়ে চলার প্রেরণা। সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম।
আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। অনেক অনেক ধন্যবাদ।
পাশে থাকুন, পাশে রাখুন সদা-সর্বদা।
জয়গুরু! জয়গরু! জয়গরু!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.