নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

হৃদয়ের স্পন্দন আমার কবিতা

০৬ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩৩




হৃদয়ের স্পন্দন আমার কবিতা
- লক্ষ্মণ ভাণ্ডারী



কবি হৃদয়ের স্পন্দন আজিকে, কবিতায় কথা বলে,
লেখনী আমার অশান্ত হয়ে লিখে প্রতি পলে পলে।


আমি যে দেখেছি কৃষকের ঘরে চড়েনিকো আজ হাঁড়ি,
খিদের জ্বালায় পেট পুড়ে যায় সহিতে কি আর পারি?
ধনী জমিদার, জোর করে তার, নিয়েছে ফসল কেটে,
ঘরে নাই চাল, পড়েছে আকাল, আগুন জ্বলিছে পেটে।


কবি হৃদয়ের স্পন্দন আজিকে, কবিতায় কথা বলে,
লেখনী আমার অশান্ত হয়ে লিখে রাখে পলে পলে।


আমি যে দেখেছি, কল-কারখানায় বন্ধ কলের চাকা,
টাকা দিয়ে যারা শ্রম কিনে নেয় ওদের পকেট ফাঁকা।
লকআউট তাই দিকে দিকে আজ শ্রমিক নিয়েছে ছুটি,
উপবাসে ওরা দিবস কাটায় জোটে নাকো পোড়া রুটি।


কবি হৃদয়ের স্পন্দন আজিকে কবিতায় কথা বলে,
লেখনী আমার অশান্ত হয়ে লিখে রাখে পলে পলে।


আমি যে দেখিনু, ক্ষুধাতুর শিশু, কাঁদিছে ধূলার পরে,
হয়েছে অসুখ মার মনে দুখ, চোখ আসে জলে ভরে।
দিকে দিকে কত অভুক্ত শিশুরা, ক্ষুধায় কাতর হয়ে,
খিদের জ্বালায় প্রাণে মারা যায় পারিনা থাকিতে সয়ে।


কবি হৃদয়ের স্পন্দন আজিকে কবিতায় কথা বলে,
লেখনী আমার অশান্ত হয়ে লিখে প্রতি পলে পলে।


দেশের নেতারা মাঠে ময়দানে রাজনীতির কথা বলে,
কালো টাকায় দেশ ছেয়ে যায় দেশ পাঠায় রসাতলে।
বল তো এসব কাদের তরে, কারা আছে এর মূলে?
দলের নেতা জাহির করে ওরা, জনতার কথা ভুলে।


কবি মনের বিক্ষোভ আজিকে কবিতায় কথা বলে,
লেখনী আমার অশান্ত হয়ে লিখে রাখে পলে পলে।


কবিতার পাতায় বিদ্রোহ আজ জাগো দেশের জনতা,
শাসকের বেশে, শোষক সাজে, ওরাই দেশের নেতা।
অশান্ত লেখনী বিদ্রোহী হয়ে, প্রতিবাদের ঝড় তুলে,
বিক্ষুব্ধ কবিরে, তবুও ভুল করে গাঁয়েরই কবি বলে।


কবি মনের বিদ্রোহ আজিকে, কবিতায় কথা বলে,
লেখনী আমার অশান্ত হয়ে লিখে প্রতি পলে পলে।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:০৪

রাজীব নুর বলেছেন: কবিতায় সব ভালো কথা বলেছেন।
ধন্যবাদ।

২| ০৬ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৩

লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম।
শুভকামনা রইল নিরন্তর ও সতত আর প্রতিনিয়ত।
পাশে থাকুন, পাশে রাখুন।
সদা-সর্বদা।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

৩| ০৬ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:২৩

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: আসাধারন কবিতা বলা চলে।ভালো লেগেছে কবিতা।

৪| ০৬ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪৯

লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম। আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
শুভকামনা রইল নিরন্তর ও সতত আর প্রতিনিয়ত।
পাশে থাকুন, পাশে রাখুন।
সদা-সর্বদা।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

৫| ০৬ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩

তারেক_মাহমুদ বলেছেন: এটা আপনার একটি ভিন্নধর্মী কবিতা, দারুণ

৬| ০৬ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০৮

চাঁদগাজী বলেছেন:


অজয় নদীর তীর ক্রমেই অশান্ত হয়ে উঠছে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.