নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

ছোট গাঁয়ে ছোট ঘর

০৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫২


ছোট গাঁয়ে ছোট ঘর
লক্ষ্মণ ভাণ্ডারী

ছোট আমাদের গাঁয়ে ছোট ঘর আছে,
ছোট পাখি গাহে গীত ছোট ছোট গাছে।
ছোট ছোট ফুল গাছে ছোট ফুল ফুটে,
ছোট গাঁয়ে প্রতিদিন পূবে রবি উঠে।


ছোট গাঁয়ে ছোট দিঘি পাড়ে তালগাছ,
দিঘিজলে জাল ফেলে জেলে ধরে মাছ।
রাজহাঁস দিঘিজলে কাটিছে সাঁতার,
আম কাঁঠালের বন গাঁয়ে চারিধার।


ছোট গাঁয়ে ছোট নদী বহে অবিরাম,
দুই ধারে আছে তার ছোট ছোট গ্রাম।
সাদা বক থাকে বসে অজয়ের চরে,
নদীজলে ছোট বক ছোট মাছ ধরে।


সাঁঝের আকাশে কত ছোট তারা ফুটে,
ছোট গাঁয়ে আমাদের, রাতে চাঁদ উঠে।

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫৭

তারেক_মাহমুদ বলেছেন: সুন্দর মনটা ভরে গেল দাদা

০৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:০৬

লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর মন্তব্যে বিমুগ্ধ হলাম।আন্তরিক সুপ্রীতি ও শুভেচ্ছা জানাই।
শুভকামনা রইল অনিবার ও প্রতিনিয়ত।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

২| ০৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:০৪

নতুন নকিব বলেছেন:



তৃতীয় এবং চতুর্থ লাইনের শেষ শব্দ দু'টি 'ফোটে' এবং 'ওঠে' দিলে ভাল লাগতো। একই কথা কবিতার শেষ দু'লাইনের শেষ শব্দ দু'টির ক্ষেত্রেও।

'অজয়ের' কী?

কবিতা ভাল লাগলো। ধন্যবাদ।

০৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:০৮

লক্ষণ ভান্ডারী বলেছেন: সু-পরামর্শের জন্য অশেষ ধন্যবাদ।
সুন্দর মন্তব্যে বিমুগ্ধ হলাম।আন্তরিক সুপ্রীতি ও শুভেচ্ছা জানাই।
শুভকামনা রইল অনিবার ও প্রতিনিয়ত।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

৩| ০৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:২৪

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
অজয়ের চর টা কোনো অঞ্চলে?

০৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:১০

লক্ষণ ভান্ডারী বলেছেন: ভারতবর্ষের পশ্চিমবঙ্গে বর্ধমানের শেষ সীমানায়। ওপারে বীরভূম জেলা।
অজয় নদীর এপারে চুরুলিয়া হল বিদ্রোহী কবি কাজী নজরুলের জন্মস্থান।

সুন্দর মন্তব্যে বিমুগ্ধ হলাম।আন্তরিক সুপ্রীতি ও শুভেচ্ছা জানাই।
শুভকামনা রইল অনিবার ও প্রতিনিয়ত।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

৪| ০৭ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০৭

তারেক ফাহিম বলেছেন: সহজ সরল ভাষায় সুন্দর কবিতা।

০৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:১০

লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর মন্তব্যে বিমুগ্ধ হলাম।আন্তরিক সুপ্রীতি ও শুভেচ্ছা জানাই।
শুভকামনা রইল অনিবার ও প্রতিনিয়ত।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

৫| ০৭ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩

চাঁদগাজী বলেছেন:


আপনার গাঁয়ে, সবকিছু ছোট হয়ে যাচ্ছে, শেষে মানুষ যেন ছোট হয়ে যা যায়!

০৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:১৩

লক্ষণ ভান্ডারী বলেছেন: ছোট গাঁয়ে ছোট মানুষের মনটা সহজ সরল আর অনেক বড়।
ওরা আমার একান্ত আপন, আমার সুখ দুঃখের সাথী।
আন্তরিক সুপ্রীতি ও শুভেচ্ছা জানাই।
শুভকামনা রইল অনিবার ও প্রতিনিয়ত।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!


৬| ০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:১১

সাদা মনের মানুষ বলেছেন: অসাধারণ দাদা, আমি মুগ্ধ।

০৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:১৬

লক্ষণ ভান্ডারী বলেছেন: আন্তরিক সুপ্রীতি ও শুভেচ্ছা জানাই। সুন্দর মন্তব্যে আমিও মুগ্ধ হলাম।
আপনার মুগ্ধতা আমার এগিয়ে চলার প্রেরণা।
শুভকামনা রইল সতত ও প্রতিনিয়ত।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

৭| ০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:১২

সাদা মনের মানুষ বলেছেন:

০৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:১৭

লক্ষণ ভান্ডারী বলেছেন: শীতের সকালে দারুণ উপহার।
শুভেচ্ছা রইল। অজস্র ধন্যবাদ।
জয়গুরু! জয়গুরু!জয়গুরু!

৮| ০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:২১

মনিরা সুলতানা বলেছেন: আপনার গ্রাম নিয়ে লেখা গুলো আমার ভালোলাগে ।
শুভ কামনা ।

৯| ০৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:১৯

লক্ষণ ভান্ডারী বলেছেন: মন্তব্যে মুগ্ধ হলাম। আপনার ভালো লাগা আমার এগিয়ে চলার প্রেরণা।
শুভকামনা রইল সতত ও প্রতিনিয়ত।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.