নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

আশায় বাঁধি খেলাঘর (মাটির গান)

০৯ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:০০




আশায় বাঁধি খেলাঘর (মাটির গান)
- লক্ষ্মণ ভাণ্ডারী

গাঁয়ে আছে স্নেহছায়া,
মমতা মাখানো মায়া,
গাঁয়ে আছে ছোট ছোট ঘর।
রে মন আমার---
আশায় বাঁধি খেলাঘর।

দূরে ঐ যায় যে দেখা,
চলে নদী আঁকা বাঁকা,
দূরে হেরি অজয়ের বালুচর।
রে মন আমার---
আশায় বাঁধি খেলাঘর।

গাঁয়ে আছে নব আশা,
সুখ শান্তি ভালবাসা,
সুখে হেথা থাকি নিরন্তর।
রে মন আমার---
আশায় বাঁধি খেলাঘর।

সবুজের অভিযান,
পাখিদের কলতান,
আকুল করে তোলে অন্তর।
রে মন আমার---
আশায় বাঁধি খেলাঘর।

দুঃখে গড়া সংসারে,
সুখ শুধু খেলা করে
দুঃখে করি নাকো কভু ডর।
রে মন আমার---
আশায় বাঁধি খেলাঘর।

গাঁয়ের মাটি স্বর্গ মোর,
আছি সুখে জীবনভোর,
গাঁয়ের মানুষ কেহ নয় পর,
রে মন আমার---
আশায় বাঁধি খেলাঘর।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:১৯

তারেক_মাহমুদ বলেছেন: বরাবরের মতই

০৯ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০২

লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর মন্তব্যে বিমুগ্ধ হলাম আর পেলাম এগিয়ে চলার প্রেরণা।
আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা রেখে গেলাম।
শুভকামনা রইল সতত ও নিরন্তর।
জয়গুরু!জয়গুরু!জয়গুরু!

২| ০৯ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৩৬

মনিরা সুলতানা বলেছেন: আপনার গাঁ কে আমরা ও ভালোবেসে ফেললাম ।
চমৎকার লেখা ।

০৯ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০২

লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর মন্তব্যে বিমুগ্ধ হলাম আর পেলাম এগিয়ে চলার প্রেরণা।
আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা রেখে গেলাম।
শুভকামনা রইল সতত ও নিরন্তর।
জয়গুরু!জয়গুরু!জয়গুরু!

৩| ০৯ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৫১

কামরুননাহার কলি বলেছেন: চমৎকার গান।

০৯ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০২

লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর মন্তব্যে বিমুগ্ধ হলাম আর পেলাম এগিয়ে চলার প্রেরণা।
আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা রেখে গেলাম।
শুভকামনা রইল সতত ও নিরন্তর।
জয়গুরু!জয়গুরু!জয়গুরু!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.