নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

গাঁয়ে আছে ছোট ঘর

১০ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:০৩



গাঁয়ে আছে ছোট ঘর
- লক্ষ্মণ ভাণ্ডারী

গাঁয়ে আছে ছোট ঘর মাটির উঠান,
তরুর শাখায় বসি পাখি গাহে গান।
প্রভাত সময়ে পূবে উদিত তপন,
কাননে কুসুম ফোটে বহে সমীরণ।

গাঁয়ে আছে ছোট দিঘি তালগাছ পাড়ে,
মোরগেরা ডাক ছাড়ে বনে ও বাদাড়ে।
আঁকা বাঁকা গলি পথে গাঁয়ের বধূরা,
জল নিতে আসে সব রাঙা শাড়ি পরা।

গাঁয়ে আছে ছোট নদী মাঝি খেয়া বায়,
এপারে ওপারে গ্রাম মাঝে বয়ে যায়।
দিন শেষে সন্ধ্যা আসে অজয়ের চরে,
জ্বলে দীপ শঙ্খ বাজে প্রতি ঘরে ঘরে।

সাঁঝের আকাশে উঠে চাঁদ আর তারা,
রাত কেটে ভোর হয় জাগে গ্রাম সারা।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১০ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩২

তারেক ফাহিম বলেছেন: দাদা অাপনার গ্রাম বাংলার প্রকৃত সুন্দর নিয়ে কবিতাগুলো আমার খুব ভালো লাগে।

সুন্দর কবিতা উপহারের জন্য ধন্যবাদ জানবেন।

১১ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫৫

লক্ষণ ভান্ডারী বলেছেন: মন্তব্যে মুগ্ধ হলাম। আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
শুভকামনা রইল নিরন্তর ও সতত।
পাশে থাকুন, সাথে রাখুন।
সদা সর্বদা।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

২| ১০ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৬

রাজীব নুর বলেছেন: আপনার কবিতা পড়ে আমার গ্রামে যেতে ইচ্ছা করছে।

১১ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫৫

লক্ষণ ভান্ডারী বলেছেন: মন্তব্যে মুগ্ধ হলাম। আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
শুভকামনা রইল নিরন্তর ও সতত।
পাশে থাকুন, সাথে রাখুন।
সদা সর্বদা।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

৩| ১১ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:১৫

তারেক_মাহমুদ বলেছেন: সুন্দর, দাদা আপনার সব কবিতার ধরণ একই রকম একটু ভিন্ন বিষয় নিয়ে লেখেন ।

১১ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫৬

লক্ষণ ভান্ডারী বলেছেন: মন্তব্যে মুগ্ধ হলাম। আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
আজকের পাতায় আমন্ত্রণ। ভিন্ন স্বাদের কবিতা পোস্ট করেছি।
শুভকামনা রইল নিরন্তর ও সতত।
পাশে থাকুন, সাথে রাখুন।
সদা সর্বদা।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.