নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

ভূতোর দুষ্টুমি (ছড়ার কবিতা)

১১ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:২৬



ভূতোর দুষ্টুমি (ছড়ার কবিতা)
- লক্ষ্মণ ভাণ্ডারী

ভূতোর বাবা বল্লে সেদিন, শোন্ রে ভূতো শোন্
এক থেকে একশো পর্যন্ত তুই ভালো করে গোন্
বাবার দিকে তাকিয়ে ভূতো ফ্যালফ্যালিয়ে হাসে,
গুনতে গিয়ে সব ভুলে যায়, মনে কিছু না আসে।


একটু পরে ভূতোর বাবা, বলে ভূতোকে ডেকে,
অ-আ ক-খ লেখতো বাছা, শ্লেটে দেখে দেখে।
বাবার কথায় ভূতো তখন, সবকিছু ভুলে গিয়ে,
হিজি বিজি আঁচড় কাটে, শ্লেটে পেনসিল দিয়ে।


এর পরে ভূতোর বাবা, বল্লে ভূতোর কাছে এসে,
ভালো করে পড়তো সোনা, আমার কাছে বসে।
পড়ার ভয়ে ভূতো তখন কাঁদতে থাকে জোরে,
তাই না দেখে ভূতোর মা ছুটে আসে রান্না ছেড়ে।


"সোনা আমার- মানিক আমার", মা বলে আদর করে,
মায়ের আদর পেয়ে ভূতো, হাসতে থাকে জোরে।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩১

রাজীব নুর বলেছেন: আমি মনে মনে ভাবছি আজ তো ভান্ডারী ভাইয়ের কবিতা পেলাম না। ঠিক তখনই আপনার কবিতা চোখে পড়লো।
খুব সুন্দর হয়েছে।

১২ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:১১

লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম। আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
শুভকামনা রইল নিরন্তর।
সাথে থাকুন, পাশে রাখুন।
সদা সর্বদাই।
জয়গুরু! জয়গুরু!জয়গুরু!

২| ১১ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩৫

মরুচারী বেদুঈন বলেছেন: "ভূতোর বাবা বল্লে" না হয়ে "ভূতোর বাবা বলল " হবে নাকি?

১২ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:১২

লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম। আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
শুভকামনা রইল নিরন্তর।
সাথে থাকুন, পাশে রাখুন।
সদা সর্বদাই।
জয়গুরু! জয়গুরু!জয়গুরু!

৩| ১১ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩৭

মরুচারী বেদুঈন বলেছেন: শ্লেটে পেনসিল দিয়ে লিখে নাকি চক দিয়ে?

১২ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:১২

লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম। আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
শুভকামনা রইল নিরন্তর।
সাথে থাকুন, পাশে রাখুন।
সদা সর্বদাই।
জয়গুরু! জয়গুরু!জয়গুরু!

৪| ১১ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩৭

চাঁদগাজী বলেছেন:


অজয় নদীর পারের বাচ্চারা তো দেখছি বেশ দুষ্ট!

৫| ১১ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫৮

তারেক ফাহিম বলেছেন: ভান্ডারী দাদা'র অন্যরকম কবিতা।

ভুত খেলখিলিয়ে হাসে =p~ =p~ =p~

১২ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:১২

লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম। আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
শুভকামনা রইল নিরন্তর।
সাথে থাকুন, পাশে রাখুন।
সদা সর্বদাই।
জয়গুরু! জয়গুরু!জয়গুরু!

৬| ১১ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০৬

নূর-ই-হাফসা বলেছেন: চমৎকার ছড়া । খুব ভালো লাগলো ।
কলকাতার চ‍্যানেলে একটা ভূতো সিরিয়াল হতো । বাচ্চা ভূতো টা আমার আর আমার আব্বুর খুব প্রিয় ছিল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.