নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

পৌষ সংক্রান্তি

১৫ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:০৭




পৌষ সংক্রান্তি
- লক্ষ্মণ ভাণ্ডারী


পৌষ সংক্রান্তি গাঁয়ে মহা ধূম পড়ে,
সবাকার ঘরে ঘরে গুড় পিঠে গড়ে।
চাল গুঁড়ি ডাল বিরি সমানে মিশিয়ে,
সরু চুকুলির পিঠে খায় গুড় দিয়ে।


নারিকেল তিল গুড় দুধ চাঁছি আর,
বাটি পিঠে দুধ পুলি হরেক প্রকার।
ধন্য ধন্য পল্লীগ্রাম পিঠের বাহার,
দিনে রাতে খায় পিঠে উত্তম আহার।


নারিকেল তিল গুড় নানা উপাচার,
সব কিছু দিয়ে পিঠে যতেক প্রকার।
পিঠে পুলি উত্সবে হাস্য-কলরবে,
ঘরে ঘরে মহানন্দে পিঠে খায় সবে।


পিঠে পুলি উত্সবে ভারি ধূম হয়,
পিঠে খেলে পেটে সয় সর্বজনে কয়।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:২২

কামরুননাহার কলি বলেছেন: এরে এতো সুন্দর পিঠে সাজিয়ে রেখেছেন না মনে তো মানে না কি করি বলুন তো। খেতে দিবেন কিছু পিঠা?

২| ১৫ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:২০

লক্ষণ ভান্ডারী বলেছেন: আপনার সুন্দর মন্তব্যে লজ্জিত হলাম।
আগেই সাদর আমন্ত্রণ জানানো উচিত ছিল আমার।
পিঠেপুলির নিমন্ত্রণ রইল। আসুন, দেখুন আর মন ভরে খেয়ে যান।
আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
শুভকামনা রইল নিরন্তর ও সতত।
সাথে থাকুন, পাশে রাখুন।
সদা সর্বদাই।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

৩| ১৫ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩৮

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার !!

১৫ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪৯

লক্ষণ ভান্ডারী বলেছেন: আপনার সুন্দর মন্তব্যে মুগ্ধ ও অভিভূত হলাম
আর অনুপ্রেরণা পেলাম।

আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
শুভকামনা রইল নিরন্তর ও সতত।
সাথে থাকুন, পাশে রাখুন।
সদা সর্বদাই।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

৪| ১৫ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩২

রাজীব নুর বলেছেন:

কবিতা পড়ার পর এখন পিঠা খেতে ইচ্ছা করছে।

৫| ১৫ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:২৩

লক্ষণ ভান্ডারী বলেছেন: গতকাল কাজের চাপে পোস্ট দিতে পারি নি।
তাই আজ সকালে পোস্ট দিলাম।
আপনার সুন্দর পাঠে মুগ্ধ হলাম প্রিয়কবি।
শুভকামনা রইল নিরন্তর ও সতত।
সাথে থাকুন, পাশে রাখুন।
সদা সর্বদাই।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.