নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

রব নাকো চিরদিন

১৬ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:০২




রব নাকো চিরদিন
-লক্ষ্মণ ভাণ্ডারী

অন্তর বিশুদ্ধ করি, শুদ্ধ করি মন,
ঈশ্বরেতে দেহ মন কর সমর্পণ।
অগতির গতি যিনি সর্ব-শক্তিমান,
ভক্তিভরে কর তাঁর চরণে প্রণাম।

সময়ে ঘড়ির কাঁটা বাজিবে যেদিন,
চলে যাব শোধ করে এমাটির ঋণ।
বন্ধ হবে না জানি বিহগের কাকলি,
নবরূপে ফুল হয়ে ফোটে সব কলি।

রব নাকো চিরদিন, চলে যাবো শেষে,
আবার আসিব আমি কবি ভালবেসে।
বন্ধ হবে না সেদিন কবিতা আসর,
কবিতার মাঝে রব, হব যে অক্ষর।

সুমধুর ছন্দে ছন্দে লিখিলেন কবি
লেখনীতে উদ্ভাসিত হেরি তব ছবি।
দীনের প্রণাম লহ, সতত হে ঈশ্বর!
হৃদয়ে রাখিব সদা মাগি এই বর।

ঈশ্বর শরণাগত শ্রী কবি লক্ষ্মণ,
কবিতা লিখেন কবি গাহে সর্বজন।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:২১

রাজীব নুর বলেছেন: কবিতা সুন্দর হয়েছে।

আপনার কি কোনো বই বের হয়েছে?

১৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩৪

লক্ষণ ভান্ডারী বলেছেন: নিজের প্রকাশিত কোন বই নেই। তবে বিভিন্ন
পত্রপত্রিকায় আমার কবিতা প্রকাশিত হয়েছে।
সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম। আপনি আমার কবিতা নিয়মিত পাঠক।
সময় অভাবে উত্তর দিতে পারি না।
এর জন্য ক্ষমাপ্রার্থী। আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
শুভকামনা রইল নিরন্তর ও সতত।
সাথে থাকুন, পাশে রাখুন।
সদা সর্বদাই।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

২| ১৬ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩০

সৈয়দ ইসলাম বলেছেন: ভাণ্ডারী সাহেব, প্রতিদিন আপনার কবিতার আগমনে ব্লগবাসী ধন্য।

আপনার জন্য চিরন্তন শুভকামনা থাকলো।

১৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩৪

লক্ষণ ভান্ডারী বলেছেন: নিজের প্রকাশিত কোন বই নেই। তবে বিভিন্ন
পত্রপত্রিকায় আমার কবিতা প্রকাশিত হয়েছে।
সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম। আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
শুভকামনা রইল নিরন্তর ও সতত।
সাথে থাকুন, পাশে রাখুন।
সদা সর্বদাই।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

৩| ১৬ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮

চাঁদগাজী বলেছেন:


মানুষের মৃত্যুর পর মানুষ জানেন না যে, তিনি নেই; সুতরাং ভয় পাবেন না

৪| ১৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩৮

লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম। মাঝে মাঝে আপনার বিরূপ মন্তব্যে
আমি খুঁজে পাই আমার চলার পথের সঠিক নিশানা।
অশেষ ধন্যবাদ আপনাকে। আপনি আমার
কবিতার নিয়মিত পাঠক।
সময় অভাবে উত্তর দিতে পারি না।
এর জন্য ক্ষমাপ্রার্থী।
আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
শুভকামনা রইল নিরন্তর ও সতত।
সাথে থাকুন, পাশে রাখুন।
সদা সর্বদাই।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.