নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

এক সরোবরে দুটি শতদল

১৭ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৩৯


বাংলা কবিতা আসরের উদীয়মান দুই প্রবীণ স্বনামধন্য মহান কবি,
কবিশ্রী সুমিত্র দত্তরায় মহাশয় ও কবিশ্রী খলিলুর রহমান মহাশয়
কবিদ্বয়কে একই সাথে উত্সর্গীকৃত আমার কবিতা।

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের
“একই বৃন্তে দুটি কুসুম” –এর ভিন্ন আঙ্গিকে
প্রিয়কবির শব্দরাশির সম্ভার নিয়ে প্রকাশিত আমার কবিতা।




এক সরোবরে দুটি শতদল
(কাব্যশ্রী কবি-সম্মান)
- লক্ষ্মণ ভাণ্ডারী

একই বৃন্তে ফোঁটা দুইটি কুসুম হিন্দু আর মুসলমান,
কবিশ্রী সুমিত্র দত্তরায় অন্য কবিশ্রী খলিলুর রহমান।
দুটি কবি মন এক হয়ে যখন ভালোবাসে পরস্পরে,
কবিতা আসরে আপন পাতায় লিখেন দুই কবিবরে।
কবিতার আসরে উচ্চে সবার আছে লেখা দুটি নাম,
একই বৃন্তে ফোঁটা দুটি কুসুম ……

এক কবি যখন মন্দিরে বসে, ভগবানের পূজা করে,
অন্যে তখন খোদার নাম নিয়ে মসজিদে নমাজ পড়ে।
প্রার্থনা আর আজানের সুরে গাহিল দোঁহে ধর্মের গান,
এক সরোবরে দুটি শতদল, এক হল আজি দুটি প্রাণ।
একই বৃন্তে ফোঁটা দুটি কুসুম ……

এককবি থাকেন এদেশে, অন্যকবি থাকেন বিদেশে,
দুইটি কবি মন মিলে অনুক্ষণ কবিতার পাতায় এসে।
দুটি হৃদয় এক সুত্রে বাঁধা জন্মস্থান ভিন্ন ভিন্ন ধাম,
দুই কবিরে সতত মোরা, জানাই শত সহস্র প্রণাম।
একই বৃন্তে ফোঁটা দুটি কুসুম ……


শ্রদ্ধা অর্ঘ স্বহস্তে ধরে মোরা কবিগণ সব এক হয়ে,
এক হউক দুটি কবি মন একই সুর বাজুক হৃদয়ে।
দুই কবিবর বয়সে প্রবীণ মহাজ্ঞানী আর প্রজ্ঞাবান,
দুই কবিবরে দানিলাম আজি “কাব্যশ্রী” কবি-সম্মান।
একই বৃন্তে ফোঁটা দুটি কুসুম ……

ধর্মে দুজন আলাদা হলেও একই রক্ত সদা বহমান,
দুই কবিরে সতত মোরা করিব সদা শ্রদ্ধা ও সম্মান।
ভারত অষ্ট্রেলিয়া দূরে হলেও একই বিশ্বের অবস্থান,
মোরা কবিগণ সবে এক হয়ে গাহিব কবির জয়গান।
একই বৃন্তে ফোঁটা দুটি কুসুম ……

একই বৃন্তে ফোঁটা দুইটি কুসুম হিন্দু আর মুসলমান,
কবিশ্রী সুমিত্র দত্তরায় অন্য কবিশ্রী খলিলুর রহমান।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪৩

রাজীব নুর বলেছেন: অতি মনোরম।

২| ১৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩০

লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম।
আপনি আমার কবিতা নিয়মিত পাঠক।
সময় অভাবে উত্তর দিতে পারি না।
এর জন্য ক্ষমাপ্রার্থী। আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
শুভকামনা রইল নিরন্তর ও সতত।
সাথে থাকুন, পাশে রাখুন।
সদা সর্বদাই।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

৩| ১৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫৯

নূর-ই-হাফসা বলেছেন: দারুন লাগলো

১৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫৮

লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর মন্তব্যপাঠে বিমুগ্ধ হলাম।
আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
শুভকামনা রইল নিরন্তর ও সতত।
সাথে থাকুন, পাশে রাখুন।
সদা সর্বদাই।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

৪| ১৭ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩৭

তারেক_মাহমুদ বলেছেন: আবারো মুগ্ধ হলাম প্রিয় কবি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.