নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

বসন্ত পঞ্চমী

২২ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:১৭




বসন্ত পঞ্চমী
- লক্ষ্মণ ভাণ্ডারী

বসন্ত পঞ্চমী তিথি দেবী আরাধনা,
বিদ্যার আলয়ে হয় দেবীর বন্দনা।

বিদ্যা অধিষ্ঠাত্রী দেবী তুমি বীণাপানি,
শুভ্র বস্ত্রে সুসজ্জিতা, বিদ্যা-প্রদায়িণী।

তব করুণায় কবি হন কালিদাস,
লিখিলেন মহাকাব্য কবি বেদব্যাস।

রামায়ণ লিখিলেন হইয়া তস্কর,
রত্নাকর হইলেন রত্নের আকর।

শ্বেত আভরণা দেবী বীণাযন্ত্র হাতে,
হংস বাহনা দেবী আসেন ধরাতে।

শঙ্খ ঘণ্টা ধুপ দীপ নানা উপচার,
দেবী গলে সুশোভিত শুভ্র পুষ্পহার।

আলপনা হয় আঁকা হেরি চারিভিতে
দেবী স্তুতি পূজা পাঠ হয় বিধিমতে।

রাখ শ্রী-চরণ মাগো মস্তক উপর।
দেহ জ্ঞান, বিদ্যাবুদ্ধি, মাগি এই বর,


পুষ্পাঞ্জলি শেষে হয় প্রসাদ বণ্টণ,
কবিতা লিখেন কবি শ্রীমান লক্ষ্মণ।




মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫৮

চাঁদগাজী বলেছেন:


বীণাপানি বাল্মীকি ও আপনাকে সব দিলেন, আমাদের কথা ভুলে গেছেন!

২| ২২ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫৯

রাজীব নুর বলেছেন: স্বরসতী পূজা আমার কাছে খুব ভালো লাগে।
স্বরসতীর বাহন হাঁস- এটাও ভালো লাগে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.